
বালুরঘাট: প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার মানব শিশুর ভ্রূণ। স্বাস্থ্য কেন্দ্রে উদ্ধার হওয়া ভ্রূণ পুলিশকে না জানিয়ে পুঁতে দেওয়ার অভিযোগ স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় সুস্বাস্থ্য কেন্দ্রে। গ্রিলে তালা দেওয়া স্বাস্থ্য কেন্দ্রের ভেতরের ঘরে মানব শিশুর ভ্রূণ কীভাবে, কোথা থেকে এল তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এদিকে ভ্রূণ উদ্ধার হলেও তা ময়নাতদন্তের জন্য হাসপাতালে না পাঠিয়ে তা গোপনে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তদন্ত না করেই কেন তা মাটি চাপা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ এদিকে বিষয়টি জানাজানি হতেই শুক্রবার স্থানীয়দের ক্ষোভের মুখে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও অন্য স্বাস্থ্য কর্মীরা। স্বাস্থ্য কেন্দ্রের দাবি, দুর্গন্ধ ছড়াতেই ব্লক স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে তা তড়িঘড়ি স্বাস্থ্য কেন্দ্রের পেছনে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয়দের ক্ষোভের পরেই তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
তবে স্বাস্থ্য কেন্দ্রের দাবি, বাইরে থেকেই কেউ ওই ভ্রূণ এনে গ্রিল দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু, অক্ষত সেই গ্রিল দিয়ে কিভাবে ভ্রূণ ঘরে গেল তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা। এছাড়াও ওই স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই স্বাস্থ্যকেন্দ্রটি অন্ধকারে ঢুবে যায়। স্বাস্থ্যকেন্দ্রের আনাচে কানাচে অসামাজিক কার্যকলাপও চলে বলে অভিযোগ। এদিন ওই স্বাস্থ্য কেন্দ্রের নানা চত্বরে মদের বোতলও নজরে আসে। যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে গোটা এলাকায়। অবস্থা বেগতিক দেখেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বালুরঘাট থানায় এদিন বিকেলে লিখিত অভিযোগ কায়ের করা হয়। অভিযোগ পেতে এই ঘটনার তদন্ত নেমেছে বালুরঘাট থানার পুলিশ। কে বা কারা এ ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।