Balurghat: খাদ্যনালীতে ফুটো! জটিল অস্ত্রোপচারেই কামাল, যমের দুয়ার থেকে রোগীকে ফিরিয়ে আনলেন বাংলার ডাক্তারেরা

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Dec 11, 2024 | 2:13 PM

Balurghat: কুমারগঞ্জের বাসিন্দা হৃদয় মার্ডি (১৯) পেশায় নির্মাণ শ্রমিক। গত বেশ কিছু দিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। অবশেষে চলতি মাসের ৩ তারিখ প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল ও পরে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে বড় সমস্যা দেখতে পান চিকিৎসকেরা।

Balurghat: খাদ্যনালীতে ফুটো! জটিল অস্ত্রোপচারেই কামাল, যমের দুয়ার থেকে রোগীকে ফিরিয়ে আনলেন বাংলার ডাক্তারেরা
কুমারগঞ্জের বাসিন্দা হৃদয় মার্ডি
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বালুরঘাট: জটিল অস্ত্রোপচারে বড় সাফল্য বালুরঘাট জেলা হাসপাতালের। এই প্রথম বালুরঘাট জেলা হাসপাতালে ল্যাপারোস্কপিক সার্জারি মধ্য দিয়ে পেটের খাদ্যনালীর ফুটোর অস্ত্রোপচার করা হল। বর্তমানে অস্ত্রোপচারের পর সুস্থই রয়েছেন রোগী। এদিন দুপুরে ওই রোগীকে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। জেলায় এর আগে এমন কোনও অস্ত্রোপচার হয়নি বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এই ধরনের অস্ত্রোপচার সাধারণত মেডিকেল কলেজগুলিতে হয়ে থাকে। জেলা হাসপাতালে এমন অস্ত্রোপচার হওয়ায় খুশির হাওয়া চিকিৎসক মহলে। 

কুমারগঞ্জের বাসিন্দা হৃদয় মার্ডি (১৯) পেশায় নির্মাণ শ্রমিক। গত বেশ কিছু দিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। অবশেষে চলতি মাসের ৩ তারিখ প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল ও পরে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন। পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে বড়সড় সমস্যা। চিকিৎসকেরা দেখতে পান তাঁর খাদ্যনালীতে ফুটো রয়েছে। দেরি না করে সঙ্গে সঙ্গে বালুরঘাট জেলা হাসপাতালের সার্জেন দেবাশিস বিশ্বাস ও জগবন্ধু মুর্মু রোগীর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। বিষয়টি হাসপাতাল সুপারকেও জানান তাঁরা। 

ভর্তির দিনই রাতে অস্ত্রোপচার করা হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অপারেশন। ল্যাপারোস্কপিক সার্জারি মধ্য দিয়ে রোগীর পেট না কেটে শুধুমাত্র ফুটো করেই খাদ্যনালী মেরামত করা হয়। এরপর রোগীকে দীর্ঘ ৭ দিন পর্যবেক্ষণেও রাখা হয়েছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন হৃদয়। এদিনই ছুটি পান তিনি। 

Next Article