Madhyamik: ‘ও টুকলি করছে…’ ধরিয়ে দিতেই রক্তারক্তি কাণ্ড, মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে যা হল…

Madhyamik: বন্ধুরা বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে দৌলতপুর এলাকার দুই দুষ্কৃতী। পরবর্তীতে এলাকার লোকজনের তৎপরতায় সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা পৌঁছন।

Madhyamik: ও টুকলি করছে... ধরিয়ে দিতেই রক্তারক্তি কাণ্ড, মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে যা হল...
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 20, 2025 | 8:37 PM

দৌলতপুর: মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে রক্তারক্তি কাণ্ড। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল এক পরীক্ষার্থীর। পরীক্ষা দিয়ে বেরনোর পরই তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। টুকলিতে বাধা দেওয়ায় এভাবে ওই ছাত্রকে মার খেতে হয় বলে অভিযোগ। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পরে দুজনকে আটক করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার দৌলতপুর এলাকার ঘটনা। স্থানীয় রশিদপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহত ছাত্রকে।

বৃহস্পতিবার ছিল মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। গাঙ্গুরিয়া হাইস্কুলে পরীক্ষা শেষে দেখা যায়, এক পরীক্ষার্থীকে দৌলতপুর এলাকার দুজন দুষ্কৃতী প্রবল মারধর করছে। অভিযোগ, এদিন পরীক্ষা চলাকালীন মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামনাথ রাজবংশী দেখে অন্য এক স্কুলের ছাত্র শুরু থেকে টুকলি চালিয়ে যাচ্ছিল। তা দেখেই কর্তব্যরত শিক্ষককে জানায় শ্যামনাথ।

মাথা ফাটল মাধ্যমিক পরীক্ষার্থীর

শিক্ষককে বলার পর তিনি টুকলির কাগজটি ফেলে দেন। এরপর পরীক্ষা শেষ হতেই শ্যামনাথের ওপর চড়াও হয় দুই যুবক। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তার বন্ধুরা বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে দৌলতপুর এলাকার দুই দুষ্কৃতী। পরবর্তীতে এলাকার লোকজনের তৎপরতায় সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা পৌঁছন। অভিযুক্তদের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিভাস ত্রিবেদী এবং গোপাল ভুইমালিকে আটক করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্কুলের প্রধান শিক্ষক ও পরিবারের সদস্যরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।