Balurghat: টুকলি নিয়ে গন্ডগোল, মালদহ ও বালুরঘাটের ছাত্ররা জড়াল মারামারিতে

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 18, 2025 | 7:26 PM

Balurghat: এখানেই শেষ নয়, পরীক্ষা শেষে ফের অধ্যক্ষের সামনেই মালদার ছাত্রদের ওপর হামলা চালায় বালুরঘাট কলেজের ছাত্ররা বলে দাবি। খোদ অধ্যক্ষ বালুরঘাট কলেজের ছাত্রদের ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেন।

Balurghat: টুকলি নিয়ে গন্ডগোল, মালদহ ও বালুরঘাটের ছাত্ররা জড়াল মারামারিতে
কলেজে উত্তেজনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বালুরঘাট: বালুরঘাট কলেজে ছাত্র সংঘর্ষ। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মালদহর এক ছাত্রকে মারধর করার অভিযোগ বালুরঘাট কলেজে পড়ুয়াদের বিরুদ্ধে। শনিবার বিকেলে ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট কলেজে। নেতাজি ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা চলাকালীন নকল করার অভিযোগ মালদার এক ছাত্রের বিরুদ্ধে। নকলে বাধা দেয় বালুরঘাট কলেজের পড়ুয়া ও বহিরাগতরা। সেই নকলকে কেন্দ্র করে বালুরঘাট ও মালদার ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটল বালুরঘাট কলেজ চত্বরে।

অভিযোগ, প্রথমে মালদার ছাত্রদের মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা বালুরঘাট কলেজের ছাত্রদেরকেও মারধর করার অভিযোগ ওঠে। দু’পক্ষেরই বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছে। একজনের হাত কেটে রক্ত বেরিয়েছে। পরীক্ষা চলাকালীন প্রথমে ওই সংঘর্ষ হয়। বিষয়টি দেখতে পেয়েই ছুটে আসেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ড। খোদ কলেজের অধ্যক্ষ ওই গোলমাল থামিয়ে ফের ওই মালদা কলেজের ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা করেন অধ্যক্ষ।

এখানেই শেষ নয়, পরীক্ষা শেষে ফের অধ্যক্ষের সামনেই মালদার ছাত্রদের ওপর হামলা চালায় বালুরঘাট কলেজের ছাত্ররা বলে দাবি। খোদ অধ্যক্ষ বালুরঘাট কলেজের ছাত্রদের ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেন। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বালুরঘাট কলেজের ওই ছাত্ররা তৃণমূল ছাত্র পরিষদেরই সদস্য বলে জানা গিয়েছে। পরীক্ষা দিতে আসা ভিন জেলার ওই ছাত্রদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন শিক্ষা মহল। ঘটনা তদন্তে বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু বলেন, “আমি ঝামেলার কথা শুনে আমাদের পড়ুয়াদের বের করি। কথা কাটাকাটির সঙ্গে দেখলাম মারধরের সময় হাত কেটে দিয়েছে। তারপর সে পরীক্ষাও দেয়। পরীক্ষা শেষের পরও ফের ঝামেলা হয়। পুলিশও ছিল।”

Next Article