CM Mamata Banerjee: আসছেন মমতা, জোর সাফাই অভিযানে বালুরঘাট পুরসভা, ‘রোজ আসুন রাস্তা পরিষ্কার থাকবে’, কটাক্ষ বিরোধীদের

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Jan 28, 2024 | 7:36 AM

CM Mamata Banerjee: শুক্রবার থেকেই জোরকদমে চলছে কাজ। পুরসভার তরফে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই জেলা সফরের আগে আচমকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করায় পুরসভাকে কটাক্ষ করেছে বাম-বিজেপি।

CM Mamata Banerjee: আসছেন মমতা, জোর সাফাই অভিযানে বালুরঘাট পুরসভা, ‘রোজ আসুন রাস্তা পরিষ্কার থাকবে’, কটাক্ষ বিরোধীদের
বালুরঘাট আসছেন মমতা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বালুরঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বালুরঘাটে। সাজো সাজো রব শহর জুড়ে। বালুরঘাট পুরসভার তরফে পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে গোটা শহরকে। বালুরঘাট পুরসভার ট্যাঙ্ক মোড় থেকে শুরু করে গোটা শহরে ডিভাইডারে নতুন করে রঙ করা হচ্ছে। ভাঙা জায়গা সারাই করা হচ্ছে। বালুরঘাটে অবস্থিত সার্কিট হাউস নতুন করে রঙ করা হচ্ছে। ভিতরে নতুন পিচের রাস্তা ও গেট করা হচ্ছে। শতাধিক কর্মী কাজ করছেন শহরে। বালুরঘাট স্টেডিয়ামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তা হতে পারে বলে শোনা যাচ্ছে। তাই স্টেডিয়ামের সামনের গোটা এলাকা একেবারে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সেখানে থাকা তেভাগার স্মৃতি সৌধটিও নতুন করে রং করা হচ্ছে। লাগানো হচ্ছে এলইডি লাইট। পাশাপাশি বালুরঘাট পার্কের সামনে নতুন করে লোহার রেলিং দেওয়া হচ্ছে। সবটাই করা হচ্ছে মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফরকে কেন্দ্র করে।

শুক্রবার থেকেই জোরকদমে চলছে কাজ। পুরসভার তরফে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই জেলা সফরের আগে আচমকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করায় পুরসভাকে কটাক্ষ করেছে বাম-বিজেপি। বিরোধীদের অভিযোগ, আমরা যে অভিযোগ তুলেছিলাম শহর ও পরিষ্কার অপরিচ্ছন্ন তা একরকম সত্যি হল। মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে পুরসভা শহরকে পরিষ্কার ও জঞ্জাল মুক্ত করছে। আমরা চাই মুখ্যমন্ত্রী সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে বালুরঘাটে আসুন। তাহলে তো অন্তত শহরটা পরিস্কার পরিচ্ছন্ন থাকবে। বিরোধীদের পাশাপাশি শহরবাসীরও একই দাবি, মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বালুরঘাটে আসুক।

যদিও বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দাবি, শহরকে যদি সবচেয়ে বেশি নোংরা অপরিষ্কার করে সেটা বিজেপি। মুখ্যমন্ত্রী আসছেন বালুরঘাটে। উৎসবের চেহারা নিয়েছে শহরজুড়ে। যখন কোন উৎসব হয় তখন একটু বাড়িঘর একটু সাজিয়ে নিতে হয়। শুধু আমাদের নয় বিজেপি-সহ বিরোধীদেরও কাছেও এটা একটা উৎসব।

Next Article