Women Death in Balurghat: সন্তান জন্মের এক সপ্তাহের মধ্যেই মৃত্যু মহিলার, কারণ শুনলে চোখে জল আসবে

Balurghat: প্রসব যন্ত্রণা নিয়ে চলতি মাসের ১৫ তারিখে গঙ্গারামপুর কালদিঘি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ওই মহিলা।

Women Death in Balurghat: সন্তান জন্মের এক সপ্তাহের মধ্যেই মৃত্যু মহিলার, কারণ শুনলে চোখে জল আসবে
মৃত মহলি পূজা কর্মকার (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2022 | 8:16 AM

বালুরঘাট: সন্তান প্রসবের পরই মৃত্যু মায়ের। কোনও ভাবেই বাঁচানো যায়নি তাঁকে। আর সেই খবর বাড়ির লোকের কাছে পৌঁছানোর পরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। জাতীয় সড়ক অবরোধও করা হয়। জানা গিয়েছে, চিকিৎসার গাফিলতিতে ওই প্রসূতির মৃত্যু হয়েছে। আর এমনই অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে দফায়-দফায় বিক্ষোভ রোগীর আত্মীয়দের। যার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের সামনে। মৃতার পরিবারের অভিযোগ চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই প্রসূতির। যদিও ঘটনার কথা নিয়ে ক্যামেরার সামনে কোনও কিছু বলতে না চাইলেও পুরো ঘটনার কথা অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ শুরু হয় যান চলাচল ৷

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম পূজা কর্মকার (২১)। স্বামী রতন কর্মকার। বাড়ি শিববাড়ি এলাকায়। প্রসব যন্ত্রণা নিয়ে চলতি মাসের ১৫ তারিখে গঙ্গারামপুর কালদিঘি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ওই মহিলা। সেখানে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এরপর গত ১৯ তারিখে ছুটি দেওয়া হয় পূজাকে। কিন্তু বাড়িতে নিয়ে আসার পরই ধীরে-ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর ২৪ তারিখে ফের প্রসূতিকে গঙ্গারামপুরের অন্য আর একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

সেখানকার চিকিৎসক অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। এরপর পরিবারের সদস্যরা মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করায় প্রসূতিকে। সেখানেই চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোরে মৃত্যু হয় পূজার। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। এদিকে, ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা মহিলার মৃতদেহ নিয়ে আসে গঙ্গারামপুরের ওই বেসরকারি নার্সিংহোমে। সেখানেই ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয়রা। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী।

এবিষয়ে মৃতের আত্মীয় স্বপন কর্মকার জানান, “ওই বেসরকারি নার্সিং হোমের গাফিলতির কারণেই আমাদের মেয়ে মারা গিয়েছে। এই নার্সিংহোমের প্রয়োজনীয় পরিকাঠামো নেই তারপরও কী করে খোলে কর্তৃপক্ষ?” অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষকে উপযুক্ত শাস্তি ও নার্সিংহোম বন্ধের দাবিতে তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন: Bengal Municipal Election: এবার আর দেওয়াল লিখন নয়, ভোট প্রচারের শাসক-বিরোধীর হাতিয়ার কার্টুন

আরও পড়ুন: AMTA Student Death: ভোররাতে আনিসের কবরের সামনে ফের পুলিশ, দেহ তুলতেই দিলেন না স্থানীয়রা