Accident: এসেছিল অনুষ্ঠানে, ৪ বছরের অনুপকে চাপা দিয়ে মেরে ফেলল টোটো

Balurghat: মৃত শিশুর নাম অনুপ কিস্কু (৪)। তার বাড়ি তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের পানলাহারে। গুরুতর জখম অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Accident: এসেছিল অনুষ্ঠানে, ৪ বছরের অনুপকে চাপা দিয়ে মেরে ফেলল টোটো
টোটোয় চাপা পড়ল চার বছরের শিশু Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 09, 2025 | 4:19 PM

তপন: আত্মীয়র বাড়িতে গিয়েছিল চার বছরের এক শিশু। কিন্তু তখনই মর্মান্তিক ঘটনা। টোটোর তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল ওই শিশুর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার চকসাথিহারে।

মৃত শিশুর নাম অনুপ কিস্কু (৪)। তার বাড়ি তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের পানলাহারে। গুরুতর জখম অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে,শনিবার দিদার সঙ্গে চকসাথিহারে আত্মীয়র বাড়িতে এসেছিল অনুপ। এরপর বৃহস্পতিবার ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় বালুরঘাটগামী একটি টোটো ধাক্কা মারে। ঘটনায় যাত্রী ভর্তি টোটোর চাকায় পিষ্ট হয় অনুপ। বিষয়টি নজরে আসতে গুরুতর জখম অবস্থায় তাকে বালুরঘাট জেলা হাসপাতাল নিয়ে আসা হয়। সেখানেই মারা যায় শিশুটির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

টোটো চালক জুয়েল সরকার বলেন, “আমার বাড়ি এই এলাকায়। তবে টোটোর কোনও কাগজপত্র নেই।” স্থানীয় বাসিন্দা বিজয় মুর্মু বলেন, “এখানেই আত্মীয়র বাড়িতে এসেছিল অনুপ। ওর চার বছর বয়স। অনুষ্ঠান বাড়িতে এসেছিল বাচ্চাটি। রাস্তা পারাপারের সময় টোটো চাপা দিয়ে দেয় তখনই মৃত্যু।”