
বালুরঘাট: এক-দু’টো নয়। প্রায় আট হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। আর সেই কাফ সিরাপ উদ্ধার এলাকার তৃণমূল কর্মী হিসাবে পরিচিত, রঞ্জিত মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, বাংলাদেশ পাচারের আগে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণ এই নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের হারদিঘির মোকদমপুর থেকে ওই বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। ধৃতের নাম রঞ্জিত মণ্ডল। বাড়ি হারদিঘি এলাকায়। তিনি গুড়াইল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সুমি দাস মণ্ডলের স্বামী। তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। এ দিন, ওই এলাকায় অভিযুক্তের বাড়ি লাগোয়া গোডাউন থেকে ৮ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে তপন থানার পুলিশ। শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত রণজিৎ মণ্ডল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা সুমি দাস মণ্ডলের স্বামী। ঘটনায় রিতিমত উত্তেজনা ছড়ায় এলাকায়। শনিবারের সেই অভিযানে উপস্থিত ছিলেন তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা ও ডিএসপি (ডিএনটি) প্রদীপ কুমার সরকার এবং তপন থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাংলাদেশে পাচারের জন্য এই নিষিদ্ধ কাফ সিরাপ মজুত করা হয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পরিকল্পনা ভেস্তে দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তুলেছে পুলিশ। এ প্রসঙ্গে ডিএসপি দক্ষিণ দিনাজপুর প্রদীপ কুমার সরকার বলেন, “আমরা একটা খবরের উপর বেস করে একটি বাড়িতে এসেছি। কিছু নিষিদ্ধ দ্রব্য পেয়েছি।”