Balurghat: বালুরঘাটে গাছে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ল স্করপিও, মৃত ২, হাসপাতালে আরও ২

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Sep 13, 2023 | 6:41 PM

Balurghat: বুধবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মালঞ্চা গলা কাটা মোড় সংলগ্ন জাতীয় সড়কে। এদিকে পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে গেছে দমকলের কর্মীরাও৷

Balurghat: বালুরঘাটে গাছে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ল স্করপিও, মৃত ২, হাসপাতালে আরও ২
ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বালুরঘাট: রাস্তার পাশের গাছে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ল স্করপিও গাড়ি। ঘটনায় গাড়িতে থাকা ৪ জনের মধ্যে মৃত্যু হল দু’জনের। মৃতদের নাম গৌড় চন্দ্র বর্মন এবং নরোত্তম দেবনাথ। বাড়ি বালুরঘাটের কামারপাড়া ও অয্যোধ্যা এলাকায়। এদিকে ওই গাড়িতে থাকা আরও দু’জন গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর। তাঁদের নাম পুলক মণ্ডল ও সুমীর দাস। চিকিৎসার জন্য ইতিমধ্যেই তাঁদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মালঞ্চা গলা কাটা মোড় সংলগ্ন জাতীয় সড়কে। এদিকে পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে গেছে দমকলের কর্মীরাও৷ পরে নয়নজুলি থেকে গাড়ি থেকে উদ্ধার করার কাজ শুরু করে দমকল ও পুলিশ। 

পথ দুর্ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। কীভাবে পথ দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। এদিন ওই স্করপিও গাড়িটি হিলি থেকে বালুরঘাটের দিকে আসছিল। ঘটনায় এক দমকল কর্মী বলেন, “গাড়িটা বালুরঘাটের দিকে ঢুকছিল। চারজনই গুরুতরভাবে জখম হয়েছিলেন। খবর পাওয়া মাত্রই আমরা ওখানে ছুটে যাই। গাড়িটা ততক্ষণে রক্তে ভেসে যাচ্ছে।”

Next Article