Bhai Phota 2023: ভাই ফোঁটায় প্রবীণ রিক্সা চালকদের দেওয়া হল মেডিক্যাল ক্রেডিট কার্ড

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2023 | 6:23 AM

Bhai Phota 2023: প্রত্যেক বছর একটু অন্যভাবে ভাইফোঁটা পালন করে এই স্বেচ্ছাসেবী সংস্থা এবারেও তার কোনও ব্যতিক্রম হয়নি। বুধবার বালুরঘাট পুরসভার ক্ষণিকাতে ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শহরের ২০ জন প্রবীণ রিক্সা চালকদের ফোঁটা দেয় সংস্থার মহিলা সদস্যরা। শুধু ফোঁটা দেওয়া নয়, তাঁদের পেটপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়।

Bhai Phota 2023: ভাই ফোঁটায় প্রবীণ রিক্সা চালকদের দেওয়া হল মেডিক্যাল ক্রেডিট কার্ড
অভিনব উদ্যোগ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বালুরঘাট: ভাইফোঁটা অভিনব উদ্যোগ বালুরঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার। বুধবার বালুরঘাট শহরের ৫০ জন প্রবীণ ও দুঃস্থ রিক্সা চালকের চিকিৎসার দ্বায়িত্ব নিল বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গিভ মোর লিভ মোর’।

বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ জনের হাতে মেডিকেল ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। বাকিদের হাতেও এই ক্রেডিট তুলে দেওয়া হবে। ক্রেডিট কার্ডের টাকা শেষ হলে আবারও টাকা দেবে স্বেচ্ছাসেবী সংস্থা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাটবাসী।

প্রত্যেক বছর একটু অন্যভাবে ভাইফোঁটা পালন করে এই স্বেচ্ছাসেবী সংস্থা এবারেও তার কোনও ব্যতিক্রম হয়নি। বুধবার বালুরঘাট পুরসভার ক্ষণিকাতে ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শহরের ২০ জন প্রবীণ রিক্সা চালকদের ফোঁটা দেয় সংস্থার মহিলা সদস্যরা। শুধু ফোঁটা দেওয়া নয়, তাঁদের পেটপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়। মাটির পাত্রে মাছ মাংস থেকে অন্যান্য খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে উপহার। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রিক্সা চালকদের হাতে মেডিকেল ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয় গতকাল। ওই কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধপত্র নিতে পারবে রিক্সা চালকরা। ওই সংস্থা আগামীতে ৫০ জন রিক্সা চালকদের হাতে ওই কার্ড তুলে দেবে বলে জানা গিয়েছে।

এই ক্রেডিট কার্ডে ২ হাজার টাকা থাকবে। যেখানে দেওয়া আছে সংস্থার সম্পাদক, সভাপতি এবং সহ সভাপতির নম্বর।যে কোনও ওষুধে দোকানে গিয়ে ওই নম্বরে ফোন করলেই ওষুধ কেনার টাকা পাঠিয়ে দেওয়া হবে বিক্রেতার অ্যাকাউন্টে। ২ হাজার টাকা শেষ হয়ে গেলেও তাঁরা ওষুধ কেনার সুবিধা পাবে। আগামী দিনে আরও ৪০ জন রিক্সা চালকের হাতে মেডিক্যাল ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে।

প্রবীণদের মধ্যে সব থেকে বেশি অসুখ-বিসুখ দেখা যায়। যার ফলে ওষুধ অনেক লাগে। কিন্তু প্রবীণ রিক্সা চালকদের ক্ষেত্রে ওষুধ কেনার টাকা জোগাড় করা মুশকিল। একেই রিক্সার ব্যবহার অনেক কমে গিয়েছে, তার উপর আবার দুমুঠো অন্নের জোগাড় করতেই হিমশিম খেতে হয়। সেখানে ওষুধ কেনা অনেকটা বিলাসিতার মত। তাই এমন পরিস্থিতিতে সেই সব প্রবীণ রিকশাচালকদের চিহ্নিত করে তাদেরকে ভাইফোঁটা দেওয়া হয় এবং তাদের হাতে মেডিকেল ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়।

Next Article