Balurghat: ডাইনি অপবাদ! বৃদ্ধাকে অর্ধনগ্ন করে মার, থানায় অভিযোগ দায়ের

Balurghat: পুলিশ সূত্রে খবর, নওপাড়া গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা। বর্তমানে নওপাড়াতে থাকলেও তাঁদের আদি বাড়ি শোবরা শ্যামপুরে। ষাটোর্ধ্ব ওই আদিবাসী বৃদ্ধার স্বামীর মৃত্যুর পর তাঁর মেয়ের বাড়ি নওপাড়াতে বসবাস করছেন।

Balurghat: ডাইনি অপবাদ! বৃদ্ধাকে অর্ধনগ্ন করে মার, থানায় অভিযোগ দায়ের
বৃদ্ধাকে হেনস্থা গ্রামে Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 31, 2025 | 9:55 PM

বালুরঘাট: ফের ডাইনি অপবাদ দিয়ে এক আদিবাসী বিধবা বৃদ্ধা ও তাঁর বিধবা মেয়ে এবং নাতিকে মারধর করে গ্রাম ছাড়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। আক্রান্ত তিনজন অন্যত্র আত্মীয়র বাড়িতে রাত কাটাচ্ছেন বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের নওপাড়া আদিবাসী গ্রামে।  শনিবার বিকেলে বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ জানান ওই বৃদ্ধা। অভিযোগ, পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। এর আগেও এমন অপবাদ দেওয়া হয়েছিল ওই বৃদ্ধাকে বলে অভিযোগ। সেই সময় সালিশি সভা হয়। অভিযুক্ত ও  আক্রান্ত বৃদ্ধাকে নিয়ে আলোচনায় বসেন গ্রামবাসীরা। সেই সময় মিটমাট হলেও ফের একই অপবাদ দেওয়া হয় ওই বৃদ্ধা এবং তাঁর মেয়ে নাতিকে।

অভিযোগ, বৃদ্ধাকে বাড়িতে ঢুকে অর্ধনগ্ন করে মারধর করার অভিযোগ ওঠে। গ্রাম থেকে বের করে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। ফের গ্রামে ফিরলে কেরসিন তেল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। বাঁচাতে গেলে বৃদ্ধা ও তাঁর বিধবা মেয়ে ও নাবালক নাতিকেও মারধর করে গ্রাম থেকে বের করে দিয়েছে গ্রামের বেশকিছু মাতব্বররা বলে দাবি। ভয়ে ওই বাড়ি ছেড়ে পাশের গ্রামে আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয় ওই পরিবার। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নওপাড়া গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা। বর্তমানে নওপাড়াতে থাকলেও তাঁদের আদি বাড়ি শোবরা শ্যামপুরে। ষাটোর্ধ্ব ওই আদিবাসী বৃদ্ধার স্বামীর মৃত্যুর পর তাঁর মেয়ের বাড়ি নওপাড়াতে বসবাস করছেন। পরে মেয়েরও স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে বিধবা মেয়েকে নিয়ে একসঙ্গেই থাকেন তিনি। এরপর থেকেই ওই মহিলাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। এনিয়ে গ্রামের একাংশ ওই মহিলাকে দেখতে পেলেই অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। বিষয়টির প্রতিবাদও করেছিল ওই পরিবার। এরপর গতকাল রাতে ওই মহিলা বাড়িতে পূজা করছিলেন। অভিযোগ, সেই সময় গ্রামের বেশ কয়েকজন বাড়িতে ঢুকে ব্যাপক মারধর করে তাঁদের। ইতিমধ্যেই বালুরঘাট থানায় ৭ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, “পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

আক্রান্ত বৃদ্ধা বলেন, “আমি সন্ধেবেলা পুজো দিচ্ছিলাম সেই সময় পাড়ার লোকজন এসে আমায় মারল। বের করে আনল ঘর থেকে। মারতে মারতে রাস্তায় টেনে বের করে আনল। বলে নাকি আমি ডাইনি। আমি বাড়ি যেতে পারছি না। গেলেই মেরে ফেলবে।”