
বালুরঘাট: বাড়িতে চুরি ডাকাতি হলে সাধারণ মানুষ থানায় যান। অভিযোগ দায়ের করেন। পুলিশ কর্মীরা তদন্ত করেন। সাধ্য মতো চেষ্টা করেন যাতে খোয়া যাওয়া জিনিস ফেরত আসে। কিন্তু যখন খোদ পুলিশ কর্মীর বাড়িতেই চুরি যায় তখন? ফাঁকা বাড়ির সুযোগে এবার পুলিশ কর্মীর বাড়িতে চুরি করল দুষ্কৃতীরা। বাড়ির দরজা ভেঙে পুলিশ কর্মীর বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, সোমবার রাতে বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগটাই কাজে লাগানো হয়েছে। আর চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।
বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিমপুর বৈদ্যনাথপাড়া (ভূষিলা) এলাকায়। বালুরঘাট থানায় কর্মরত পুলিশ কর্মীর নাম টিঙ্কু বর্মণ। সোমবার রাতে নাইট ডিউটি শেষ করে মঙ্গলবার দুপুরে বাড়ি ফেরেন তিনি। সেই সময় তিনি দেখেন ঘরের দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর গতকাল রাতে ওই পুলিশ কর্মীর মা-ও ছিলেন না বাড়িতে। আত্মীয়র বাড়ি গিয়েছিলেন সান্ত্বনা বর্মণ।
আজ পুলিশ কর্মী বাড়ি ফিরতেই চোখ চড়কগাছ হওয়ার জোগাড়। বাড়ির ভিতরে ঢুকেই চোখে পড়ে তছনছ ঘর। খোলা আলমারি ও ওলট-পালট করা শোকেস। সঙ্গে সঙ্গেই বুঝে ফেলেন বাড়িতে চুরি হয়েছে। পরে বালুরঘাট থানায় খবর দেন তিনি। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশের প্রাথমিক অনুমান, নগদ প্রায় ৩০ হাজার টাকা এবং দেড় থেকে দুই ভরি ওজনের সোনার গয়না খোয়া গিয়েছে। সব মিলিয়ে চুরি যাওয়া জিনিসের মূল্য প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মতো। চুরির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনা তাঁদের হতবাক করেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।