Balurghat: তৃণমূল-বিজেপি হয়ে সোনা এবার যোগ দিলেন কংগ্রেসে

Balurghat: কংগ্রেসে যোগদানের আগে থেকেই সোনা পাল নিজ এলাকায় জনসংযোগ শুরু করেছেন। লোকের ভিড়ে বালুরঘাটে জেলা কংগ্রেস ভবনের সামনেই তৈরি হওয়া অনুষ্ঠান মঞ্চ পরে মঞ্চের ঘেরা খুলে দেওয়া হয়। শুধুমাত্র কংগ্রেসে যোগদান নয়, হাত প্রতীকে আগামী নির্বাচনে হরিরামপুর বিধানসভায় রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিপক্ষে লড়তে পারেন সোনা পাল এদিন এমনই ইঙ্গিত দিলেন রাজ্য নেতৃত্বরা।

Balurghat: তৃণমূল-বিজেপি হয়ে সোনা এবার যোগ দিলেন কংগ্রেসে
বালুরঘাটে কংগ্রেসে যোগদানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 09, 2026 | 6:40 PM

বালুরঘাট: সামনেই ছাব্বিশের নির্বাচন। তার আগে দলবদলের ঝাঁপাঝাঁপি চলছে। আর এই আবহের মধ্যেই ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠলেন হরিরামপুরের দাপুটে নেতা সোনা পাল। শুক্রবার দুপুরে বালুরঘাটে জাতীয় কংগ্রেসে যোগ দিতেই জেলা রাজনীতিতে তাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির পর সোনা পাল এদিন কংগ্রেসে যোগ দেন তিনি।

শুক্রবার বালুরঘাটে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনা পালের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর ও কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন হরিরামপুর থেকে প্রায় ১৫০ টি গাড়ির কনভয় করে বালুরঘাটে আসেন সোনা পাল। তবে একা সোনা নন, তাঁর সঙ্গে এদিন প্রায় ১ হাজার জন্য তৃণমূল, বিজেপি, সিপিআইএম নেতৃত্ব কংগ্রেসে যোগদান করেন।

কংগ্রেসে যোগদানের আগে থেকেই সোনা পাল নিজ এলাকায় জনসংযোগ শুরু করেছেন। লোকের ভিড়ে বালুরঘাটে জেলা কংগ্রেস ভবনের সামনেই তৈরি হওয়া অনুষ্ঠান মঞ্চ পরে মঞ্চের ঘেরা খুলে দেওয়া হয়। শুধুমাত্র কংগ্রেসে যোগদান নয়, হাত প্রতীকে আগামী নির্বাচনে হরিরামপুর বিধানসভায় রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিপক্ষে লড়তে পারেন সোনা পাল এদিন এমনই ইঙ্গিত দিলেন রাজ্য নেতৃত্বরা। একদা বিপ্লব ঘনিষ্ঠ বলে পরিচিত সোনা পাল বিপক্ষে দাঁড়ালে কিছুটা হলেও শাসক দলের অস্বস্তি বাড়বে বই কমবে না রাজনৈতিক মহলের মত।

কে এই সোনা পাল?

একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন সোনা পাল। জেলা নেতৃত্বের পাশাপাশি জেলা পরিষদের মেন্টর পদেও ছিলেন। তবে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সোনা পাল। এরপর লোকসভা নির্বাচনের পর কয়েক বছর সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অবশেষে কংগ্রেসে ফিরতে চলেছেন সোনা পাল। যদিও জেলায় বর্তমানে কংগ্রেস সাংগঠনিকভাবে দুর্বল অবস্থায় থাকলেও, বিধানসভা ভোটের আগে এই যোগদান দলের শক্তি বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।