AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: হাতে পয়সা নেই, গরীব বাবা বাইক কিনে দিতে পারেননি, এ কী কাণ্ড ঘটাল ছেলে!

Kumargung: পরিবারের দাবি, রবিবার বিকেলে বাড়িতে কীটনাশক খেয়ে ফেলেন জনতা। বাড়ির লোকজন দেখা মাত্র তাঁকে স্থানীয় কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Balurghat: হাতে পয়সা নেই, গরীব বাবা বাইক কিনে দিতে পারেননি, এ কী কাণ্ড ঘটাল ছেলে!
জনতা মার্ডির পরিবারের সদস্যরা। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Jan 17, 2022 | 7:02 PM
Share

দক্ষিণ দিনাজপুর: বন্ধুদের অনেকেরই বাইক রয়েছে। বেশ দামী। তা দেখেই বাবার কাছে একটি বাইক চেয়েছিলেন বছর কুড়ির ছেলে। এদিকে বাবা কৃষিকাজ করেন। অভাব অনটন সংসারে লেগেই রয়েছে। ছেলে যে বাইক চেয়েছে তার দাম লক্ষাধিক টাকা। তবু ছেলেকে বলেছিলেন, কিনে দেবেন। একটু সবুর করতে। পরিবারের দাবি, তর সইল না ছেলের! বাইক না পেয়ে প্রাণটাই দিয়ে দিলেন। সোমবার বিকেলে কুমারগঞ্জের যুবক জনতা মার্ডির নিথর দেহ ময়না তদন্তের জন্য বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

বন্ধুদের দেখাদেখি দামী বাইক চালানোর শখ হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের উদল এলাকার যুবক জনতা মার্ডির। বাবা পেশায় কৃষক। সংসারে আর্থিক অনটন নিত্যসঙ্গী। কী ভাবে দেড় লক্ষ টাকার বাইক কিনে দেবেন ছেলেকে মাথায় ঢুকছিল না বাবার। এদিকে ছেলের জেদ বাড়ছিল বাইকের জন্য। অসহায় বাবা ছেলেকে বলেছিলেন কিছুদিন সময় দিতে। কিছু জমি বন্ধক দিয়ে ছেলের আবদার মেটাবেন। কিন্তু বাবাকে সেটুকু সময়ও দিতে পারেননি জনতা। অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বছর কুড়ির জনতা মার্ডি।

পরিবারের দাবি, রবিবার বিকেলে বাড়িতে কীটনাশক খেয়ে ফেলেন জনতা। বাড়ির লোকজন দেখা মাত্র তাঁকে স্থানীয় কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার বিকেলে জনতা মার্ডির দেহ ময়না তদন্তের জন্য বালুরঘাটে জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। গোটা ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের উদলের বাসিন্দা পেশায় কৃষক সুকল মার্ডি। সুকলবাবুর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারে অভাব সবসময়। ছেলে জনতা মার্ডি অনেক দিন আগেই পড়াশোনা ছেড়েছেন। বাবার সঙ্গেই কৃষিকাজ করেন৷ বেশ কিছু দিন ধরেই জনতা বাবার কাছে আবদার করছিলেন একটি দামী বাইক কিনবেন।

পরিবারের দাবি, এই নিয়ে রোজই বাড়িতে অশান্তি হোত। কারণ কোন ভাবে সুকলবাবুর পক্ষে সম্ভব ছিল না ছেলেকে বাইক কিনে দেওয়া। তারপরও বাবা ছেলের আবদার মেটাতে জমি বন্ধক রেখে বাইক কিনে দিতে চেয়েছিলেন। এর জন্য ছেলের কাছে কিছু সময় চেয়েছিলেন বাবা৷ তাতেও রাজি হননি। রবিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে চাষের কাজে ব্যবহৃত কীটনাশক খেয়ে ফেলেন তিনি।

এ বিষয়ে জনতার মার্ডির এক আত্মীয় সুখলাল সরেন জানান, “ভাইয়ের দাবি ছিল দামী বাইক কিনবে। কিন্তু সেই বাইক কিনে দিতে না পাড়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে।” প্রতিবেশী জয়নাল মার্ডি জানান, জনতা কিছু দিন ধরেই তাঁর বাবার কাছে আবদার করছিলেন বাইকের জন্য। কিন্তু তাঁর বাবার পক্ষে তা দেওয়া কোনও ভাবেই সম্ভব নয়৷ এদিকে জনতা বলেছিলেন বাইক কিনে দিতেই হবে। ছেলের জেদের মুখে পড়ে তাও বলেছিলেন জমি বন্ধক দিয়ে বাইক কিনে দেবেন। এরই মধ্যে এসব ঘটে গেল।

আরও পড়ুন: Kasai River: ঝুপ করে বসে পড়ল রাস্তা, হুড়মুড়িয়ে নদীগর্ভে পড়ল সারি সারি দোকান…

দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
করজোড়ে আবেদন করেছিলেন দীপু দাস, কর্ণপাত করেনি বাংলাদেশের পুলিশ
করজোড়ে আবেদন করেছিলেন দীপু দাস, কর্ণপাত করেনি বাংলাদেশের পুলিশ
১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, বড় নির্দেশ হাইকোর্টের
১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, বড় নির্দেশ হাইকোর্টের