
তপন: জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ভাই। ঘটনায় আহত আরও এক ভাই। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার আজমতপুর গ্রাম পঞ্চায়েতর চকহোসেন নালিপাড়া এলাকায়। মৃতের নাম আব্দুল করিম সরকার (৪০)। আহত ভাইয়ের নাম আব্দুল মান্নান সরকার(৩৮)। মান্নান বর্তমানের গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার বিশাল বাহিনী।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ভাঙা ছুরি ও লোহার অংশ। মাঠে পড়ে রয়েছে তাজা রক্ত। পরে পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করেছে৷ পাশাপাশি দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তরা পলাতক। এমনকি বাড়িতে ঝুলছে তালা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।
জানা গিয়েছে, আব্দুল করিম সরকারের বাবারা ছয় ভাই ও দুই বোন। এক বোন অনেকদিন আগে মারা গিয়েছে। বাবার ভাগের জমি নিয়েই ছয় ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। অভিযোগ, সকালে ফারুক মিঞা, তাঁর ভাই এবং বাবা মা জোর করে ভাগের জমিতে লাঙল দিতে আসেন। সেই সময় বাধা দেন আব্দুল করিম সরকার ও তার ভাই আব্দুল মান্নান সরকার। তখন নিজের কাছে থাকা ছুড়ি আব্দুল করিম সরকারের গলায় বসিয়ে দেন। এমন ঘটনার দেখে ছুটে যান ভাই আব্দুল মান্নান সরকার।
দাদাকে বাঁচাতে এলে মান্নানের উপরও হামলা চালানো হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহত দুই ভাইকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল করিম সরকারকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে মান্নানের চিকিৎসা চলছে হাসপাতালে।