South Dinajpur: বেতন সমস্যায় অতিথি অধ্যাপকরা

South Dinajpur: বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ১৮ জন অতিথি অধ্যাপক রয়েছে। দীর্ঘদিন ক্লাস করালেও এতদিন বেতন সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হয়নি। কিন্তু অভিযোগ, গত জুন মাসের প্রথমেই নতুন রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছে।

South Dinajpur: বেতন সমস্যায় অতিথি অধ্যাপকরা
বেতন সমস্যায় অতিথি অধ্যাপকরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 30, 2024 | 11:09 PM

বালুরঘাট:  দুমাসের মধ্যে ফের বেতন সমস্যায় দেখা দিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে। দুমাস ধরে বেতন পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা।  অভিযোগ, ভারপ্রাপ্ত নতুন রেজিস্টার আসার পর থেকেই বেতনের বিলে সই করছেন না। ফলে ফের দুইমাসের বেতন আটকে গিয়েছে। তাঁদের বক্তব্য, জুলাই মাসে এনিয়ে আন্দোলন করার পরেই রেজিস্ট্রারকে এড়িয়ে উপাচার্য বিশেষ ক্ষমতাবলে অতিথি অধ্যাপকদের বকেয়া বেতন মিটিয়ে দিয়েছিলেন। কিন্তু এবারও রেজিস্টার বিলে সই না করায় ফের একই সমস্যার সম্মুখীন হয়েছে অধ্যাপকরা। তাই শুক্রবার উপাচার্যকে ঘেরাও করে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি তুলেছেন অধ্যাপকরা। কিন্তু উপাচার্যের দাবি, এবারে তিনি বেতন দেওয়ার ক্ষেত্রে অপারক। তাই এনিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে অধ্যাপকদের। তাঁদের অভিযোগ, রেজিস্ট্রার যান না বিশ্ববিদ্যালয়ে। এমনকি বিশ্ববিদ্যালয়ের কোন কাজেই সহায়তা করেন না। তাই বেতন না পাওয়ায় ক্রমাগত আন্দোলনে নামতে চলেছেন অধ্যাপকরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ১৮ জন অতিথি অধ্যাপক রয়েছে। দীর্ঘদিন ক্লাস করালেও এতদিন বেতন সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হয়নি। কিন্তু অভিযোগ, গত জুন মাসের প্রথমেই নতুন রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছে। আর তাতেই শুরু হয়েছে সমস্যা। উপাচার্য ও রেজিস্ট্রারের মতানৈক্যর জেরেই এই সমস্যা হচ্ছে বলেই অভিযোগ।

এবিষয়ে উপাচার্য দেবব্রত মিত্র বলেন,  “বিগতদিনে বেতন দেওয়ার ক্ষেত্রে আলাদা ব্যাপার ছিল। কিছুদিন রেজিস্ট্রার হিসেবে এখানকার ফিন্যান্স অফিসার উজ্জ্বল দাস ছিলেন। পরে নতুন রেজিস্ট্রার কৌশিক মাঝি যোগ দেয়। তাই উজ্জ্বল দাসের সহায়তায় আমি ওই মাসগুলির পারিশ্রমিক দিতে পেরেছিলাম। কিন্তু এবারের পারিশ্রামিক দেওয়ার পুরো সময়কালেই নতুন রেজিস্ট্রার রয়েছেন। তাই রেজিস্ট্রারকেই এব্যাপারে উদ্যোগ নিতে হবে। আমি ওনাকে অনুরোধ করব, যাতে এই সমস্যা সমাধান করা হয়।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)