Road Accident: জানলা দিয়ে ঝুলছে কন্যাযাত্রীর হাত, গাড়ির ভিতর থেকে চিল চিৎকার… ভয়াবহ দৃশ্য
Banshihari: রাস্তা খারাপ থাকার কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ এলাকার লোকজনের।

দক্ষিণ দিনাজপুর: মেয়ের বিয়ে। বাস ভরে কন্যাযাত্রী যাচ্ছিলেন বাড়ির লোকজন। মাঝ রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে কন্যাযাত্রী বোঝাই বাস ধাক্কা মারে গাছে। সূত্রের খবর, একজনের মৃত্যু হয় এই ঘটনায়। দুর্ঘটনায় জখম হন ৩০ থেকে ৪০ জন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত নারায়ণপুর মোল্লাপাড়া এলাকায়। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকার্যে ছুটে যান। অন্যদিকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানাতেও। বিশাল বাহিনী নিয়ে পৌঁছয় পুলিশ।
স্থানীয়রা জানান, এদিন বাসটি হঠাৎই মোল্লাপাড়ায় উল্টে যায়। তার আগে বিকট শব্দ হয়। তারপরই বাসের ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়। তারস্বরে কান্নার আওয়াজ ভেসে আসে বাসের ভিতর থেকে। কেউ কেউ জানলা দিয়েই বাসের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারও কারও অবস্থার অবনতি হওয়ায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কীভাবে এই ঘটনা ঘটল, ঘটনার সময় বাসের গতি কত ছিল সমস্ত কিছুই খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।
কন্যাযাত্রী ব্রজেন রায়েরও চোখের উপর আঘাত লেগেছে। তবে বাকি আর কোনও সমস্যা নেই বলেই জানান তিনি। সেই ব্রজেনের কথায়, “আমাদের গাড়ির চাকা ফেটে যায়। চালক আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এরপরই গাছের সঙ্গে ধাক্কা মারে। আমরা প্রায় ৩৫-৪০ জন ছিলাম।” প্রত্যক্ষদর্শী আব্দুল বারিক বলেন, “এখানে রাস্তা খুবই খারাপ। গাড়ি গাছে ধাক্কা মারে। বহু মানুষ আহত। অনেককেই হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তা খারাপের জন্যই এই দুর্ঘটনা। অনেকবারই রাস্তা ঠিক করে। কিন্তু কী দিয়ে ঠিক করে কেউ জানে না। ১০-১৫ দিন যেতে না যেতেই আবার এক অবস্থা হয়।”
বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার বলেন, “কুশমুণ্ডি যাওয়ার পথে নারায়ণপুরের রাস্তাটা এমনিতেই খারাপ। ওই রাস্তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গাছে ধাক্কা মারে। প্রচুর লোক আহত হন। একজন মারা গিয়েছে বলেও শুনেছি। কুশমুণ্ডিতে বিয়ে বাড়ি যাচ্ছিল গাড়িটি। আমরা আপাতত রোগীদের স্থানান্তরিত করা নিয়ে ব্যস্ত। যাঁদের আঘাত গুরুতর তাঁদের স্থানান্তরিত করা হচ্ছে। বাকিরা বিপদমুক্ত।” এর আগেও এই একই জায়গায় দুর্ঘটনার অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে আইসি মনোজিৎ সরকার বলেন, “এখানে রাস্তাটার সমস্যা আছে। সেটা ঠিক হয়ে গেলে এরকম আর ঘটবে না বলেই আশা করছি। গাড়ির ভিতরে লোক তো ছিলই। গাড়ির ছাদের উপরও লোক বসে যাচ্ছিল। সেখান থেকে পড়ে গিয়েই একজনের মৃত্যু হয়।”
আরও পড়ুন: Madhyamik 2022: সোমবার থেকে শুরু মাধ্যমিক, সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদ সভাপতির
আরও পড়ুন: Moynaguri: মানুষ জিতিয়েছেন, নিজে হাতে লাড্ডু বানিয়ে ওয়ার্ডবাসীকে খাওয়ালেন নির্দল কাউন্সিলর
আরও পড়ুন: Madhyamik 2022: দুয়ারে প্রশাসন! এক ফোনেই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির সামনে পৌঁছে যাবে গাড়ি





