গঙ্গারামপুর: ব্রিজ থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারাল রোড রোলার। ঘটনায় রাস্তার পাশে থাকা ৩টি অস্থায়ী দোকান গুঁড়িয়ে দিলো রোড রোলার। তবে অল্পের জন্য রক্ষা পায় পথচারী থেকে স্থানীয় বাসিন্দারা৷ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের কালীতলা এলাকায়। এরপরই উত্তেজিত জনতা রোড রোলার চালককে বেধড়ক মারধর করে। গণধোলাই দেওয়ার সময় অর্ধনগ্ন হয়ে যায় গাড়ির চালক। পরে পুলিশ গেলে উত্তেজিত জনতার কাছ থেকে চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পাশাপাশি রোড রোলারটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার একটি দুপুরে রাস্তা মেরামতির রোড রোলার গঙ্গারামপুর চৌপথি থেকে মহারাজপুর এলাকায় যাচ্ছিল। পুনর্ভবা সেতু পার হতে রোলার মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে কালীতলায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে বসা পান মশলার দোকান ভেঙে দেয়। এরপর লটারির দোকান, আখের রসের দোকান ও একটি ভুটভুটি গুড়িয়ে দেয়। একের পর এক দোকান ভাঙতে শুরু করায় হুড়োহুড়ি পড়ে যায়।
প্রাণ বাঁচাতে দোকানদার ও পথচারীরা ছুটে পালাতে শুরু করে। রোলারের তলায় ভুটভুটি গেলে আটকে যায় রোলারের চাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোলার মেশিনটি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। এবং হাতের কাছে পেয়ে বেধড়ক মারধর করেন রোড রোলার চালককে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার টাউন বাবু বিশ্বজিৎ বর্মন ও ট্রাফিক ওসি রজত প্রধান ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ঘাতক রোড রোলার ও ভুটভুটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।