AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sand Mafia in South Dinajpur: নৌকা নয়, নদীতে চলছে ট্র্যাক্টর! কেন?

Sand Mafia in South Dinajpur: নৌকা নয়, নদীতে চলছে ট্র্যাক্টর! কেন?

Rupak Sarkar

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Dec 10, 2025 | 7:15 PM

Share

South Dinajpur: ঘটনা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের। বর্ষা বাদে আত্রেয়ী নদীতে জলস্তর মোটের উপর কমই থাকে। আর সেই সুযোগ নিয়েই নেমে পড়েছে বালি মাফিয়ারা। চলছে খনন। তাও আবার প্রকাশ্য দিবালোকে। কিন্তু আটকানোর কেউ নেই।

দক্ষিণ দিনাজপুর: নদীতে নৌকা নয়, চলছে ট্রাক্টর। জল কমতেই চোরা পথে বালি তোলার কাজে লেগে পড়েছে দুষ্কৃতীরা। ঘটনা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের। বর্ষা বাদে আত্রেয়ী নদীতে জলস্তর মোটের উপর কমই থাকে। আর সেই সুযোগ নিয়েই নেমে পড়েছে বালি মাফিয়ারা। চলছে খনন। তাও আবার প্রকাশ্য দিবালোকে। কিন্তু আটকানোর কেউ নেই।

এদিন স্থানীয়রা বলেন, ‘এই ভাবে বালি তুলতে থাকলে আমরা চাপে পড়ব। বন্য়া এলে নদীর তা সামাল দেওয়ার ক্ষমতা চলে যাবে। এখানে মানুষ ভেসে যাবে।’ বরাবরই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বালি মাফিয়াদের ‘উস্কানিদের’ দেওয়ার অভিযোগ তুলে থাকে বিজেপি। এদিন স্থানীয় গেরুয়া নেতা রজত ঘোষ বলেন, ‘বিধায়ক জড়িত রয়েছে। পুলিশ জড়িত রয়েছে।’ অবশ্য এসব মানতে নারাজ বিধায়ক।

Published on: Dec 10, 2025 06:15 PM