
বালুরঘাট: সকাল থেকে তুমুল হইচই। খবর দেওয়া হল পুলিশেও। লোকজন এসে জমায়েত করলেন। ভাবতেই পারছেন না এমন ঘটনা ঘটে যাবে। রাতে যেখানে মা কালীর গা ভর্তি গহনা ছিল, সকালে নেই? গহনা ছাড়া এ কী রূপ দেখলেন তাঁরা? চলল জোর জল্পনা। কারই বা দুঃসাহস হল গহনা চুরির? মন্দিরের গেট গ্রিল কেটে কালী ঠাকুরের অলঙ্কারের চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে নামাবঙ্গী এলাকার ঘটনা।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ভিড় করে এলাকায়। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। মন্দিরে থাকা কালী প্রতিমা থেকে সোনা, রুপোর অলঙ্কার চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। গতকাল গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে। বিষয়টি নজরে আসতে বাড়ির মালিক দেবাশীস মণ্ডল এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
মন্দির থেকে মায়ের রুপার মুকুট, সোনার কানের ও নাকের নত, মালা, টিকলি, সোনার চোখ, রুপোর পায়ের নুপুর চুরি গিয়েছে। সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি গিয়েছে। এদিকে কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত রয়েছে তা, খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। চুরির ঘটনা সামনে আসতেই আতঙ্কে বালুরঘাটবাসী।