বালুরঘাট: নেই চাল-চুলো। হাওয়ার মতো ক্রমাগত একস্থান থেকে অন্যত্র স্থানান্তরিত হচ্ছে ভবন। আর সেই কারণে বালুরঘাট বিশ্ববিদ্যালয়কে ‘অষ্টম আশ্চর্য’ বলে কটাক্ষ করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের দাবি, হয় এই বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হোক। নতুবা ‘অষ্টম আশ্চর্য’ বলে ঘোষণা করা হোক।
শুক্রবার দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হল এভিবিপি। পরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তৈরির দাবিতে জেলা শাসকদের কাছে স্মারকলিপি তুলে দেন সদস্যরা। এ দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সমিতির সদস্য শুভব্রত অধিকারী, জেলা বঙ্গ বিদ্যার্থী প্রমূখ সব্যসাচী রায় সহ অন্যান্য সদস্যরা। এ প্রসঙ্গে শুভব্রত অধিকারী বলেন, “এটা তো নামেই বিশ্ববিদ্যালয়। এই জেলা এমনিতেই উচ্চ-শিক্ষার দিক থেকে পিছিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে গিমিক দিয়েছিলেন। এখনও অবধি স্থায়ী পরিকাঠামো নির্মাণ হয়নি।”
উল্লেখ্য, কয়েকদিন আগেই বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয় বালুরঘাটের একটি বেসরকারি কলেজের হস্টেলে। বর্তমানে মঙ্গলপুর এলাকায় রয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের কার্যালয়। সেখানে অফ লাইনে ক্লাস হয়। এবং সেখানেই রয়েছে প্রশাসনিক ভবন। এর আগেও দুই দু’বার দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়ের ভবন পরিবর্তন হয়েছে।