South Dinajpur: ভাড়া নিয়ে সমস্যা, চলন্ত বাসে কনডাক্টরকে জুতো খুলে ‘মার’ মহিলার

South Dinajpur: গত সোমবার দুপুরে বালুরঘাট থেকে হিলি দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ওই বাসে সীমা ঘোষ নামে এক মহিলা যাত্রী ছিলেন। তিনি ত্রিমোহিনীতে নামবেন বলে জানান। গন্তব্যস্থলের আগে তিওড় এলাকায় বাস ভাড়া নিয়ে বাস কনডাক্টর তরুণ মাহাতোর সঙ্গে বচসা শুরু হয় ওই মহিলা যাত্রীর।

South Dinajpur: ভাড়া নিয়ে সমস্যা, চলন্ত বাসে কনডাক্টরকে জুতো খুলে মার মহিলার
ইনসেটে আক্রান্ত কনডাক্টরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 23, 2025 | 1:05 PM

দক্ষিণ দিনাজপুর:  চলন্ত বাসে ভাড়া নিয়ে বচসার জেরে কনডাক্টরকে পায়ের জুতো খুলে পেটানোর অভিযোগ উঠল বাসের এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। তার জেরে মঙ্গলবার বালুরঘাট হিলি রুটে বেসরকারি বাস পরিষেবা পুরো বন্ধ করা হয়েছিল। বুধবারও বালুরঘাট হিলি জাতীয় সড়কে বেসরকারি বাস চলাচল বন্ধ রাখল বাস কর্মীরা৷ যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন বালুরঘাট হিলি রুটে চলাচল করা নিত্যযাত্রীরা।

বুধবার দুপুরে এনিয়ে বালুরঘাটে বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলেন বালুরঘাট হিলি রুটের বাসকর্মীরা৷ জুতাপেটা করা মহিলাকে অবিলম্বে আক্রান্ত কনডাক্টরের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে বালুরঘাট হিলি রুটে বাস পরিষেবা লাগাতার বন্ধ থাকবে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে হিলি থানায় সুবিচারের দাবিতে লিখিত অভিযোগ দায়ে করে আক্রান্ত বাস কনডাক্টর। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ।

জানা গিয়েছে, গত সোমবার দুপুরে বালুরঘাট থেকে হিলি দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ওই বাসে সীমা ঘোষ নামে এক মহিলা যাত্রী ছিলেন। তিনি ত্রিমোহিনীতে নামবেন বলে জানান। গন্তব্যস্থলের আগে তিওড় এলাকায় বাস ভাড়া নিয়ে বাস কনডাক্টর তরুণ মাহাতোর সঙ্গে বচসা শুরু হয় ওই মহিলা যাত্রীর। অভিযোগ, গত রবিবার ওই মহিলার মেয়ের স্টুডেন্ট ভাড়া ৮ টাকা বেশি নিয়েছিলেন আক্রান্ত। এনিয়েই বিবাদ চরমে পৌঁছায়৷ স্টুডেন্ট ভাড়া ৮ টাকা বেশি নেওয়ার অভিযোগ তুলে চলন্ত বাসের মধ্যে পায়ের জুতো খুলে কন্ডাক্টরকে মারধর শুরু করেন ওই মহিলা যাত্রী। তারপরেই মুরারিপুর এলাকায় যাত্রী নামানোর সময় অভিযুক্ত মহিলা বাস থেকে নেমে বাসের সামনে দাঁড়িয়ে পথ আটকে দেন। বাসকর্মীরা অনুরোধ করলেও পথ ছাড়েন না মহিলা।

মুহূর্তেই ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে পৌঁছয় হিলি থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করে ওই কনডাক্টর আটক করে থানা নিয়ে যায় পুলিশ। ওইদিন রাতে আক্রান্ত কনডাক্টরকে ছেড়ে দেয় পুলিশ।