Balurghat: প্রতিটা সরকারি অফিসে মাতৃ দুগ্ধ পান কর্নার, নয়া উদ্যোগ জেলায়

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Aug 01, 2023 | 8:05 PM

Balurghat: এদিন রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বালুরঘাটে বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ উদযাপন করা হল। জেলার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Balurghat: প্রতিটা সরকারি অফিসে মাতৃ দুগ্ধ পান কর্নার, নয়া উদ্যোগ জেলায়
নয়া উদ্যোগ জেলায়

Follow Us

বালুরঘাট: বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ উদযাপনে অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলায়। জেলার প্রতিটা সরকারি অফিসে চালু হচ্ছে মাতৃ দুগ্ধ পান কর্নার৷ আগামী এক মাসের মধ্যেই জেলার প্রতিটি অফিসে এই কর্নার করা হবে বলে খবর। বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ উদযাপনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন জেলার সোশ্যাল ওয়েলফেয়ার দফতরের ওসি তপন সরকার। তিনি বলছেন, প্রতিটি অফিসেই প্রয়োজনের জন্য অতিরিক্ত ঘর রয়েছে৷ শুধু সেটাকে এখন সাজিয়ে ঘুছিয়ে নিতে হবে৷ তাহলেই মাতৃ দুগ্ধ পান কর্নার তৈরি হয়ে যাবে।

এদিন রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বালুরঘাটে বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ উদযাপন করা হল। জেলার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে বালুছায়াতে এনিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়৷ মঙ্গলবার থেকে আগামী ৭ তারিখ পর্যন্ত বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ উদযাপন করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক হরিশ রসিদ, আইসিডিএসের ড্রিস্টিক প্রোগ্রাম অফিসার দিব্যেন্দু দত্ত, ওসি সোশ্যাল ওয়েলফেয়ার তপন সরকার সহ অন্য আধিকারিকরা৷ 

বাচ্চাদের জন্য কেন গুরুত্বপূর্ণ মাতৃ দুগ্ধ, কীভাবে তাঁদের বেড়ে ওঠায় মাতৃ দুগ্ঘ বড় ভূমিকা রাখে, মাতৃ দুদ্ধ পানের উপকারিতা-সহ নানা বিষয় নিয়ে এদিনের অনুষ্ঠানে বিশদে আলোচনা হয়। মাতৃ দুগ্ধ পান না করালে কী কী সমস্যা হতে পারে বাচ্চাদের তাও তুলে ধরা হয়। সরকারি আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইসিডিএস ও আশা কর্মীরা। এদিনই বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে অস্থায়ী মাতৃ দুগ্ধ পান কর্নারের উদ্ধোধন করা হয়৷ সূত্রের খবর, আগামী দিনে ব্লক স্তরেও এই কর্মসূচি পালন করা হবে। নয়া এই উদ্যোগে সরকারি কর্মীরাও।

Next Article