অতিমারির আবহে গম পাচারের পরিকল্পনা! হাতেনাতে ধরল পুলিশ
রাজ্যের বাইরে থেকে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (FCI) সিলমোহর দেওয়া বস্তা বোঝাই গম আনা হয়েছিল পতিরামে।
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট (Balurghat) ব্লকের পতিরামে উদ্ধার লক্ষাধিক টাকার গম। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পতিরাম থানার পুলিশ। ১৪ লক্ষ টাকার গম-সহ একটি লরিকে আটক করে। লরিটি বাংলাদেশের পথে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় হিলির এক ব্যবসায়ী-সহ গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদিও তদন্তের স্বার্থে এখনই অভিযুক্তদের নাম প্রকাশ করতে চাইছে না তারা।
পুলিশ সূত্রে খবর, রাজ্যের বাইরে থেকে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (FCI) সিলমোহর লাগানো বস্তা বোঝাই গম আনা হয়েছিল পতিরামে। যা মজুত করা হয়েছিল পতিরামের বাসিন্দা পীযূষ সরকারের গোডাউনে। যদিও গোডাউনটি তিনি সাওরমল আগরওয়াল নামে এক ব্যক্তিকে সম্প্রতি ভাড়া দেন বলে খবর। অভিযোগ, সেখান থেকেই এই গম পাচারের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: জলে ‘লাশ’, হেঁশেলে আতঙ্ক! গঙ্গার মাছ খেতে নারাজ মাছে ভাতে বাঙালি
গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পতিরাম থানার পুলিশ। ১৪ লক্ষ টাকার গম-সহ একটি লরি আটক করে। যদিও ঘটনাস্থল থেকে কাউকেই গ্রেফতার করতে পারেনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে হিলির এক ব্যবসায়ী অবৈধ ভাবে সরকারি ওই বিপুল পরিমাণ গম মজুত করে রেখেছিল সেখানে। যা সুযোগ বুঝে পাচারের পরিকল্পনা ছিল।
এ বিষয়ে পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, গোপন খবরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গম আটক করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে একটি লরিও। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।