পেট্রলে জল ভরে বিক্রি! পেট্রল পাম্পের বিরুদ্ধে ক্ষোভ ছড়াল বালুরঘাটে
এর আগেও বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় ওই পেট্রল পাম্পে কেরোসিন মিশিয়ে পেট্রোল বিক্রি করার অভিযোগ ওঠে। এরপর আজ ফের পেট্রলে জল মিশিয়ে বিক্রির অভিযোগ উঠল বালুরঘাটের ওই পেট্রল পাম্পের বিরুদ্ধে।
বালুরঘাট: জ্বালানি তেলের দাম সেঞ্চুরি ছুঁইছুঁই। দাম দিয়ে পেট্রল কিনে জুটছে জল! পেট্রল পাম্প থেকে জল ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের হিলি মোড় এলাকায়। সোমবার বিকেলে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
অভিযোগ, এর আগেও বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় ওই পেট্রল পাম্পে কেরোসিন মিশিয়ে পেট্রোল বিক্রি করার অভিযোগ ওঠে। এরপর আজ ফের পেট্রলে জল মিশিয়ে বিক্রির অভিযোগ উঠল বালুরঘাটের ওই পেট্রল পাম্পের বিরুদ্ধে।
নান্টু মণ্ডল নামে এক বাইক চালকের অভিযোগ, এদিন তিন লিটার পেট্রল কেনেন তিনি। কিন্তু বাইক স্টার্ট দিয়ে কিছু দূর যাওয়ার পরেই সেটি বন্ধ হয়ে যায়। তিনি ভেবেছিলেন বাইক হয়ত খারাপ হয়ে গিয়েছে। কিন্তু মেকানিকের কাছে যেতেই পর্দাফাঁস। তেলের ট্যাঙ্কের মধ্যে চোখ রাখতেই দেখা যায় সেখানে ভাসছে জল! এদিকে বিষয়টি জানাজানি হতেই পেট্রল পাম্পে ব্যাপক ভিড় দেখা দেয়। পেট্রল পাম্পেই কেনা পেট্রল বোতলে ঢালা হয়। সেখানেই দেখা যায় বেশির ভাগেই জল রয়েছে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
আরও পড়ুন: ‘দিলীপ ঘোষের মন্তব্যই সন্ত্রাসের কারণ’, খেদ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির, সমর্থন ঘাসফুলের
এনিয়ে ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার পাম্পের ম্যানেজার জানিয়েছেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তাঁর যুক্তি বর্ষার কারণে হয়ত কোনও ভাবে জল ঢুকেছে। তা তাঁরা খতিয়ে দেখছেন। এনিয়ে মালিকের সঙ্গে অভিযোগকারীদের কথা হয়েছে বলে জানান তিনি। এদিকে তেলে জল মেশানোর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশও।