Balurghat: আত্রেয়ী নদীর উপর দেওয়া বাঁধ পরিদর্শনে এলেন জেলা শাসক

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 20, 2023 | 6:44 PM

Balurghat: এই রিভার ড্যামের ফলে বালুরঘাট শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে জল স্তর কমে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টিও জেলা শাসক খতিয়ে দেখেন। যদিও এনিয়ে এক্ষুনি কোনও অ্যাসেসমেন্ট করছে না জেলা প্রশাসন।

Balurghat: আত্রেয়ী নদীর উপর দেওয়া বাঁধ পরিদর্শনে এলেন জেলা শাসক
বাঁধ পরিদর্শনে জেলা শাসক (নিজস্ব চিত্র)

Follow Us

বালুরঘাট: মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বালুরঘাট আত্রেয়ী নদীর জল সারাবছর ধরে রাখতে চকভবানী এলাকায় নদী উপর বাঁধ তৈরি করা হয়েছে। শনিবার বিকেলে বালুরঘাট শহরের চকভবানী এলাকায় নদী উপর বাঁধের কাজ খতিয়ে দেখলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। বাঁধের কাজ প্রায় শেষের দিকে ৷ এদিন পরিদর্শনস্থলে জেলা শাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক আবুল কালাম আজাদ ইসলাম, সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র মৃত্যুঞ্জয় কুমার সহ অন্যান্য আধিকারিকরা। রিভার ড্যামের কাজ কতটা এগিয়েছে সেই সব সরেজমিনে খতিয়ে দেখেন জেলা শাসক। পাশাপাশি তিনি ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলেন।

এই রিভার ড্যামের ফলে বালুরঘাট শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে জলস্তর কমে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টিও জেলা শাসক খতিয়ে দেখেন। যদিও এনিয়ে এক্ষুনি কোনও অ্যাসেসমেন্ট করছে না জেলা প্রশাসন। পুরো বিষয়টির উপর বিশেষ ভাবে নজর রাখাচ্ছে তারা। রিভার ড্যামের আগে যেভাবে জল যেত সেই রকম ভাবে এখনো জল ছাড়া হচ্ছে। যার ফলে জল সমস্যা হওয়ার কথা নয়। তবে ঠিক কী কারণে জলস্তর কমছে তা খতিয়ে দেখা হচ্ছে। তার পরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

পাশাপাশি রিভার ড্যামের ফলে চকভৃগু ডাকরা এলাকায় নদী বাঁধ ভাঙতে শুরু করেছে ৷ যা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয় নিয়ে শনিবার বিকেলে ডাকরা এলাকার নদী বাঁধ পরিদর্শন করলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পরে এই বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা সাংবাদিকদের মুখোমুখি হন। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি পুরো বিষয়টি সেচ দফতরের নজরে আনা হয়েছে বলেও জেলা শাসক জানিয়েছেন।

Next Article
Balurghat Police Station: রাজ্যের সেরা থানা কোনটি জানেন? সামনে এল রিপোর্ট
Trinamool Leader: চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল, আত্মহত্যার চেষ্টা তৃণমূল নেতার