Recruitment Notice: Tv9 বাংলার খবরের জের, ১০০ টাকার শিক্ষকের নোটিশ তুলে নিল স্কুল

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 18, 2023 | 3:34 PM

Recruitment Notice: চলতি মাসের ১১ তারিখ অতিথি অধ্যাপক নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কলেজের ওয়েবসাইটে। এই বিজ্ঞপ্তি জারি হতেই বিতর্ক দেখা দেয় জেলাজুড়ে। কলেজের নিজস্ব ওয়েব সাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয় চারটি বিষয়ে মোট ছয় জন অতিথি শিক্ষক নিয়োগ করা হবে।

Recruitment Notice: Tv9 বাংলার খবরের জের, ১০০ টাকার শিক্ষকের নোটিশ তুলে নিল স্কুল
১০০ টাকার শিক্ষকের নোটিস বাতিল কর্তৃপক্ষ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

তপন: Tv9 বাংলার খবরের জের। দক্ষিণ দিনাজপুর জেলার তপন নাথানিয়াল মুরমু মেমোরিয়াল কলেজের ১০০ টাকায় অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করল কলেজ কর্তৃপক্ষ। রবিবার রাতেই এই বিজ্ঞপ্তি কলেজের তরফ থেকে জারি করা হয়। যদিও কলেজের তরফে জানানো হয় ভুল করে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাই সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

চলতি মাসের ১১ তারিখ অতিথি অধ্যাপক নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কলেজের ওয়েবসাইটে। এই বিজ্ঞপ্তি জারি হতেই বিতর্ক দেখা দেয় জেলাজুড়ে। কলেজের নিজস্ব ওয়েব সাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয় চারটি বিষয়ে মোট ছয় জন অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগ হওয়া প্রতিটি শিক্ষকদের ক্লাস প্রতি ১০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। পাশাপাশি এই সমস্ত শিক্ষকরা প্রতি সপ্তাহে আবার ১৫ টির বেশি ক্লাস করতে পাবেন না। যাতায়াতেরও কোনও খরচ বহন করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ৷ হিসাবে দেখা যায় একজন শিক্ষক প্রতিমাসে প্রায় ছয় হাজার টাকার বেশি বেতন কোনও ভাবেই পাবেন না। এই সকল অতিথি শিক্ষকদের শিক্ষককতা করার জন্য উচ্চশিক্ষিত যেমন হতে হবে। মাস্টার ডিগ্রি থাকতে হবে তাঁদের। বিষয়টি জানাজানি হতেই জেলা শিক্ষা মহলে নিন্দার ঝড় বয়ে যায়।

গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ক্লাস প্রতি ১০০ টাকা দেওয়ার প্রতিবাদ করেন ফেসবুক ও এক্স হ্যান্ডেলে। বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষা মহল থেকে প্রতিবারের ঝড় ওঠে। লাগাতার খবর সম্প্রচার করে TV9 বাংলা। তারপরই ওই নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করা হয় কলেজের ওয়েবসাইট থেকে।

তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ এর পরিচালন কমিটির সভাপতি অমল কুমার রায় জানান যে ওই নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই বিজ্ঞপ্তি যে নিয়ম মেনে করা হয়নি এক প্রকার স্বীকার করে নেন।

এদিকে এই বিষয় নিয়ে জেলার শিক্ষক মহলেও একাধিক প্রশ্ন তোলা হয়। বিজ্ঞপ্তি জারির পর জেলার বিভিন্ন কলেজের অধ্যাপকদের বক্তব্য কর্তৃপক্ষকে আরও সজাগ ও সচেতন হয়েই বিজ্ঞপ্তি জারি করা উচিত ছিল।

Next Article