বংশিহারী: রাতদুপুরে স্কুলে হানা চোরের দলের। চুরি হয়ে গেল কম্পিউটার থেকে অন্যান্য সামগ্রী। শুক্রবার স্কুল খুলতে গেলে বিষয় নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। চুরির ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার গৌরীপাড়া জুনিয়র হাইস্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশিহারী থানার পুলিশ। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বংশিহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের গৌরী পাড়া জুনিয়র হাই স্কুল থেকে বৃহস্পতিবার ১০ টি কম্পিউটার, ৯ মনিটর, দুইটা প্রিন্টার-সহ ওয়াইফাই ডিভাইস চুরি যায়। এদিন সকালে গ্রামবাসীরা দেখেন স্কুলের মূল দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকলে দেখা যায় ভিতরের অফিসেও তছনছ করা হয়েছে। আলিমারিও লণ্ডভণ্ড। লকার ভাঙারও চেষ্টা করা হয়েছে। এমনকি স্কুলের দোতলা ঘর থেকে কম্পিউটার-সহ বিভিন্ন সামগ্রী চুরি গিয়েছে। ঘটনার খবর চাউর হতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। উত্তেজনার আবহেই পুলিশের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ।
তবে এলাকার স্কুলে এই চুরি প্রথম নয়। এক মাস আগে গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের একটি জুনিয়র হাই স্কুলে স্কুলের কম্পিউটার সহ বিভিন্ন জিনিস চুরি যায়। পুলিশে অভিযোগও দায়ের হয়েছিল। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তার কোন কিনারা করতে পারেনি। আবারও এক মাসের মাথায় গৌরিবাড়ি জুনিয়র হাই স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও।