Kushmandi: শুনানি ক্যাম্পে গিয়ে মাইক্রো-অবজারভারকে প্রাভাবিত করার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

South Dinajpur: এদিকে, বিষয়টি জানতে পেরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের কিষান মান্ডি শুনানি কেন্দ্রে।

Kushmandi: শুনানি ক্যাম্পে গিয়ে মাইক্রো-অবজারভারকে প্রাভাবিত করার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক
অভিযুক্ত বিধায়কImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 26, 2026 | 4:44 PM

কুশমণ্ডি: এসআইআর (SIR) শুনানি ক্যাম্পে মাইক্রো অবজারভার ও বিএলওকে প্রাভাবিত করার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ঘটনায় জেলা নির্বাচনী অধিকারিকের কাছে মেল মারফত লিখিত অভিযোগ জানালেন জেলা বিজেপি নেতৃত্ব। শুনানি কেন্দ্রের তৃণমূল বিধায়ক রেখা রায় রয়েছেন জানতে পেরেই সেখানে যান বিজেপি নেতৃত্বরা। ঘটনাস্থলে গিয়ে এর তীব্র প্রতিবাদ জানান। এমনকী, এ নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এদিকে, বিষয়টি জানতে পেরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের কিষান মান্ডি শুনানি কেন্দ্রে।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবারও স্থানীয় কিষাণমান্ডির ভোটার নিবিড় সহায়তা কেন্দ্রে শুনানি চলছিল। সেই ক্যাম্পের ঘরে সশরীরে হাজির হন এলাকার বিধায়িক তৃণমূলের রেখা রায় ও তাঁর অনুগামীরা। দীর্ঘক্ষণ ধরে এসআইআর ক্যাম্পে ঘরের ভিতরে উপস্থিত থেকে অধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে বিজেপির অভিযোগ। এ নিয়ে, বিজেপি নেতা তাপস রায়ের নেতৃত্বে দলীয় কর্মীরা প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও, বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়িক। উল্টে রেখা রায় বলেন, “বিজেপি সাধারণ মানুষদের হেনস্থা করছে। শুনানি কেন্দ্রে কমিশনের প্রতিনিধি হিসেবে মাইক্রো অবজারভাররা রয়েছে। আমরাও জন প্রতিনিধি। তারা ঠিকমত কাজ করছেন কি না সেটাও তো আমাদের দেখা উচিত। বিজেপি যে অভিযোগ করছে তা মিথ্যে ভিত্তিহীন।”

প্রসঙ্গত, গত শনিবারই জেলার কুমারগঞ্জ ব্লক অফিসে শুনানি চলাকালীন এক মাইক্রো অবজারভাকে চড়, কিল ঘুষি মারার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনায় আক্রান্ত মাইক্রো অবজারভার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কুশমণ্ডিতে বিএলও ও অবজারভারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল বিধায়িকার বিরুদ্ধে।

জেলা বিজেপি সম্পাদক তাপস রায় বলেন, “শুনানির সময় ঘরের ভিতর বসে থাকছে। আর তারপর তা প্রাভাবিত করছে। এই বিষয়টিই আমার চোখে পড়েছে। আমরা তো শুনানি কেন্দ্রের ভিতর বসে থাকছি না।” তৃণমূল বিধায়ক রেখা রায় বলেন, “আমাদের কাজ জনগণকে পরিষেবা দেওয়া। সেইটাই করছি। জনগণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা সেইটাই দেখছি।”