TMC Supporter: মমতার সভায় অসুস্থ, হাসপাতালে মৃত ঘোষণা চিকিৎসকের

Rupak Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Apr 21, 2024 | 8:30 PM

South Dinajpur: নিহতের এক আত্মীয় জানান, হঠাৎই শরীরটা খারাপ লাগায় বেরিয়ে এসে জল খান। এরপর শুরু হয় কাঁপুনি। যে বাসে করে সভায় এসেছিলেন তৃণমূল কর্মীরা, তাতেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গরমের কারণে এমনটা হতে পারে বলে মনে করছেন তাঁর সঙ্গীরা।

TMC Supporter: মমতার সভায় অসুস্থ, হাসপাতালে মৃত ঘোষণা চিকিৎসকের
হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তৃণমূল সমর্থকের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

গঙ্গারামপুর: কুমারগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়েছিলেন। সেই সভা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শরিফ সরকার (৬৪)। গঙ্গারামপুর থানার উদয় গ্রামপঞ্চায়েতের ডাঙাপাড়ায় বাড়ি তাঁর। জানা গিয়েছে, এদিন সভাস্থলেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাঁকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রেফার করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শরিফকে।

বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রবিবার দুপুরে কুমারগঞ্জের চকরাম রায় গ্রাউন্ডে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এসেছিলেন ফুলবাড়ি ডাঙ্গাপাড়ার শরিফ। নিহতের এক আত্মীয় জানান, হঠাৎই শরীরটা খারাপ লাগায় বেরিয়ে এসে জল খান। এরপর শুরু হয় কাঁপুনি। যে বাসে করে সভায় এসেছিলেন তৃণমূল কর্মীরা, তাতেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গরমের কারণে এমনটা হতে পারে বলে মনে করছেন তাঁর সঙ্গীরা।

এদিকে এই খবর পেয়েই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার, গৌতম দাসেরা। সুভাষ ভাওয়াল জানান, দলীয় কর্মীর মৃত্যুতে তাঁরা ভারাক্রান্ত। নিহতের পরিবারের পাশে রয়েছেন তাঁরা।

Next Article