তপন: সিভিক ভলান্টিয়ারের (Civic volunteer) চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। ঘটনায় তপন থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল হওয়া তৃণমূল (Trinamool Congress) ব্লক সভাপতি আত্মহত্যার (Suicide) চেষ্টা করলেন। শুক্রবার গভীর রাতে ঘুমের ওষুধ খেয়ে ওই আত্মহত্যার চেষ্টা করেন তপন ব্লক সভাপতি অনাদি লাহিড়ী। বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। শুধুমাত্র তপন থানায় নয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ জেলা সভাপতি ও ব্লক নেতৃত্বদের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন তপনের আজমতপুর আনোয়ার সরকার নামে এক ব্যক্তি। চাকরি নেওয়ার নামে লিখিত অভিযোগ হওয়ার কারণেই আত্মহত্যার চেষ্টা কিনা তা বলা সম্ভব নয় বলেই জেলা তৃণমূল নেতৃত্বরা জানিয়েছেন। এদিকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সম্প্রতি সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লক তৃণমূল সভাপতি অনাদি লাহিড়ীর বিরুদ্ধে। শুধুমাত্র অভিযোগ নয় টাকা নেওয়ার সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। তৃণমূলের নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ঠিক একদিন আগে অর্থাৎ ১ মে সেই ভিডিয়ো ভাইরাল হয়। যা নিয়ে তোলপাড় চলে জেলার রাজনৈতিক মহলে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইটও করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যদিও তৃণমূলের তরফ থেকে সে সময় বলা হয়েছিল অনাদি লাহিলী বিভিন্ন ধরনের ব্যবসা করেন। সেই ব্যবসার সংক্রান্ত বিষয় না চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছিল তা পরিষ্কার নয়। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল বিষয়টি দলগতভাবেও তদন্ত করা হবে। ভিডিয়ো সত্যতা প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তিনি এখনও একটা টাকাও ফেরত পাননি বলে অভিযোগ আনোয়ারের। তাই টাকা ফেরতের দাবিতে একদিন আগেই তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বদের কাছেও অভিযোগ জানান। আনোয়ারের আরও অভিযোগ, ছেলেকে সিভিকের চাকরি করে দেওয়ার নাম করে প্রায় তিন মাস আগে আড়াই লাখ টাকা নিয়েছিল অনাডি লাহিড়ী। দীর্ঘদিন হলে পরেও চাকরি করিয়ে দিতে পারেননি৷ তিনি বলেন, যতবার বলেছি ততবারই আজ নয় কাল বলে এড়িয়ে গিয়েছে। তাই টাকা ফেরত পেতে পুলিশের দ্বারস্থ হয়েছি।
এ বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, তপনের ব্লক সভাপতি অনাদি লাহিড়ী নিজের বুদ্ধিতে টাকা তুলেছে এটা কখনওই হতে পারে না। নিশ্চিতভাবে এর কোনও সুপ্রিমো উপরে আছে। হয়তো বা ওনার উপর চাপ রয়েছে। তার জন্যই হয়তো আত্মহত্যার চেষ্টা করেছিল। তবে এটি খুব দুর্ভাগ্যজনক বিষয়।
এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকারের দাবি, অনাদি লাহিড়ী সুস্থ হলেই পুরো বিষয়টা পরিষ্কার হবে। অন্যদিকে এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে জানতে পারবেন। যদিও এনিয়ে অনাদি লাহিড়ীর পরিবারের সদস্যরা কোন মন্তব্য করতে চাননি সংবাদমাধ্যমের সামনে।