South Dinajpur: হাসপাতালে ভর্তি স্ত্রী, রক্তের খোঁজে ব্ল্যাড ব্যাঙ্কে আসতেই চরম পরিণতি গঙ্গারামপুরের নিখিলের

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

May 09, 2024 | 10:23 PM

South Dinajpur: প্রসঙ্গত, গত দুই মাস আগে গঙ্গারামপুরের ফুলবাড়ির বাসিন্দা নিখিল ভূঁইয়া তাঁর গর্ভবতী স্ত্রীকে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করেন। রক্তের প্রয়োজন পড়ে। রক্তের খোঁজে গঙ্গারামপুর ব্লাড ব্যাঙ্কে যান নিখিল। কিন্তু অনেক চেষ্টা করেও রক্ত জোগার করতে পারেননি তিনি।

South Dinajpur: হাসপাতালে ভর্তি স্ত্রী, রক্তের খোঁজে ব্ল্যাড ব্যাঙ্কে আসতেই চরম পরিণতি গঙ্গারামপুরের নিখিলের
ধৃত তাপস পাল
Image Credit source: TV-9 Bangla

Follow Us

গঙ্গারামপুর: টাকার বিনিময়ে রক্ত বিক্রির চেষ্টা। রোগীর আত্মীয়দের হাতে পাকড়াও এক যুবক। বৃহস্পতিবার দুপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল চত্বরে। পরে উত্তেজিত জনতা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আটক যুবকের বিরুদ্ধে এর আগেও রক্ত বিক্রি করার অভিযোগ উঠেছিল। পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

প্রসঙ্গত, গত দুই মাস আগে গঙ্গারামপুরের ফুলবাড়ির বাসিন্দা নিখিল ভূঁইয়া তাঁর গর্ভবতী স্ত্রীকে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করেন। রক্তের প্রয়োজন পড়ে। রক্তের খোঁজে গঙ্গারামপুর ব্লাড ব্যাঙ্কে যান নিখিল। কিন্তু অনেক চেষ্টা করেও রক্ত জোগার করতে পারেননি তিনি। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে ৩ হাজার টাকার বিনিময়ে রক্ত জোগার করে দেওয়ার কথা বলেন ধৃত যুবক তাপস পাল। এরপরে রোগের আত্মীয় থেকে ৫০০ টাকা অগ্রিমও নেন। কিন্তু, টাকা নেওয়ার পর আর তাঁর দেখা মেলেনি। এদিকে এই ঘটনার দুই মাস পর অপর এক আত্মীয়কে নিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আসেন নিখিল। ফের রক্তের খোঁজে ব্ল্যাড ব্যাঙ্কে যেতেই ওই যুবককে দেখতে পান তিনি। দেখা যায় এদিনও ফের টাকার বিনিময়ে রক্ত দেওয়ার কথা বলেন ওই যুবক। তখনই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন বাকিরা। ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। 

অভিযোগ, এর আগেও টাকার বিনিময়ে রক্ত বিক্রি করে দেওয়ার কথা বলে অনেক রোগীর আত্মীয়দের কাছ থেকে একই কায়দায় টাকা আত্মসাৎ করেছে ওই যুবক। নিজে সে কাথা স্বীকারও করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। 

Next Article