WB Madhyamik Result: সময় ধরে পড়াশোনা নয়! কোন ‘মন্ত্রে’ মাধ্যমিকে সপ্তম বাবা-হারানো অঙ্কন?

WBBSE Madhyamik 10th class Result 2025: মা জানান, 'মোবাইলে ফলাফলের খবর দেখতে গিয়েই ছেলের নামটা দেখলাম। তখনই আবার আমার কিছু সহকর্মীও এসে জানালেন যে আমার ছেলে ব়্যাঙ্ক করেছে।' তবে মাধ্যমিকে এমন তাক লাগানো ফলাফলের জন্য অঙ্কন কিন্তু মোটেই সারাদিন বই-মুখো হয়ে থাকতেন না।

WB Madhyamik Result: সময় ধরে পড়াশোনা নয়! কোন মন্ত্রে মাধ্যমিকে সপ্তম বাবা-হারানো অঙ্কন?
সপ্তম হওয়া অঙ্কন বসাকImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

May 02, 2025 | 11:54 AM

দক্ষিণ দিনাজপুর: বাবা নেই। গোটা সংসারে একা কুম্ভ মা। আপাতত পাড়ায় পাড়ায় রটিয়ে গিয়েছে তিনি ‘রত্নগর্ভা’। কারণ, মাধ্যমিকে তাক লাগানো নম্বর পেয়েছে তাঁর সন্তান। চলে এসেছে খবরের শিরোনামে। শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তাতেই ৬৮৯ নম্বর পেয়ে সপ্তম স্থানে অর্জন করেছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার অঙ্কন বসাক।

ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছেন অঙ্কন। তারপর থেকে একা হাতে সংসার ঠেলছেন তাঁর মা। তিনি বর্তমানে গঙ্গারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। এদিন অঙ্কনের মা জানান, ‘মোবাইলে ফলাফলের খবর দেখতে গিয়েই ছেলের নামটা দেখলাম। তখনই আবার আমার কিছু সহকর্মীও এসে জানালেন যে আমার ছেলে ব়্যাঙ্ক করেছে।’ তবে মাধ্যমিকে এমন তাক লাগানো ফলাফলের জন্য অঙ্কন কিন্তু মোটেই সারাদিন বই-মুখো হয়ে থাকতেন না।

তাঁর মা জানিয়েছেন, ‘ছেলে আমার বড্ড মুডি। কখনও দেখি ফোন নিয়ে বসে, কখনও আবার বই নিয়ে। সময় ধরে পড়াশোনা করত না। তবে দিনে ৬ থেকে ৮ ঘণ্টা পড়াশোনা চলত।’ নিজের সাফল্যের প্রসঙ্গে অঙ্কন জানিয়েছেন, ‘আমি আশা করেছিলাম পঞ্চম থেকে দশমের মধ্যেই থাকব। আশাপূর্ণ হয়েছে।’

উল্লেখ্য, আগামী দিনে বিজ্ঞান নিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন অঙ্কন। তাঁর মা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি ক্যারাটেতেও ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন অঙ্কন। এছাড়াও, যুক্ত ছিলেন অন্যান্য খেলাধুলোর সঙ্গেও।