Extramarital Affair : স্ত্রী পালিয়েছে প্রতিবেশী যুবকের সঙ্গে, অভিমানে আত্মঘাতী স্বামী

Extramarital Affair : এদিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। পুলিশই গিয়ে মৃতদেহ উদ্ধার করে প্রথমে স্থানীয় রসিদপুর হাসপাতালে নিয়ে আসে।

Extramarital Affair : স্ত্রী পালিয়েছে প্রতিবেশী যুবকের সঙ্গে, অভিমানে আত্মঘাতী স্বামী
প্রভাত চন্দ্র মাহাতো

| Edited By: জয়দীপ দাস

Apr 05, 2023 | 12:00 AM

বংশীহারী : দুই মেয়েকে ফেলে স্ত্রী পালিয়েছে প্রতিবেশী যুবকের সঙ্গে। অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী। মৃতের নাম প্রভাত চন্দ্র মাহাতো(৩০)। বাড়ি দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বংশীহারী থানার দৌলতপুর বহরাইলে। মঙ্গলবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হতেই তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রভাতের পরিবারে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ৷ পরে পুলিশ (Police) দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। 

সূত্রের খবর, প্রভাতের দুই মেয়ে রয়েছে। বেশ কিছুদিন ধরে গ্রামের এক যুবক বিষ্ণুপদ মাহাতোর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তার স্ত্রীর। এর আগে দু’জনকে হাতেনাতে ধরেও ফেলেছিল স্থানীয়রা। এরপর গ্রামে এ নিয়ে সালিশিসভাও বসে। কিন্তু, বের হয়নি কোনও সমাধান সূত্র। এ ঘটনাকে কেন্দ্র করে প্রভাতের সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়শই ঝামেলাও লাগতো। চলতি মাসেই আবার স্ত্রী, পরিবার-সহ দিল্লিতে যাওয়ার কথা ছিল প্রভাতের। এরইমধ্যে গত ২৬ তারিখ প্রেমিকের সঙ্গে ওই গৃহবধূ পালিয়ে যান।স্ত্রীকে আনার জন্য সবরকম চেষ্টা করতে থাকেন প্রভাত। কিন্তু, কোনও লাভ হয়নি। প্রেমিককে ছেড়ে আর ফিরবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। এ ঘটনার রেশ কাটার আগেই আত্মঘাতী হলেন প্রভাত। মানসিক অবসাদেই তিনি এ কাজ করেছেন বলে পরিবারের সদস্যদের দাবি।

এদিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। পুলিশই গিয়ে মৃতদেহ উদ্ধার করে প্রথমে স্থানীয় রসিদপুর হাসপাতালে নিয়ে আসে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মৃত যুবকের ভাই শিবনাথ মাহাতো জানিয়েছেন, তাঁর বৌদির সঙ্গে প্রতিবেশী যুবক বিষ্ণুপদ মাহাতোর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তাদেরকে হাতেনাতে ধরাও হয়েছিল। কিন্তু তারপরেও একই অবস্থা তৈরি হয়েছিল। তাঁর দাদাকে বৌদি ও তাঁর প্রেমিক মিলে নানা রকম চাপ দিতো বলেও অভিযোগ তাঁর। তিনি বলেন, গত ২৬ তারিখ প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় বৌদি। যা সহ্য করতে না পেরে গতকাল রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দাদা।