South Dinajpur: মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ, কেন এমন করলেন মা?

South Dinajpur: মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন আব্দুল আজিজ। কাঁদতে কাঁদতে তিনি বলেন, "আমার মেয়ে কানে একটু কম শোনে। সকালে দেরি করে ঘুম থেকে উঠত। আমি সকালে কাজে যাওয়ার জন্য মেয়েকে বলি, আমি কাজে যাচ্ছি। মেয়ে আমাকে ইশারায় বলে ঠিক আছে। মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারব না।"

South Dinajpur: মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ, কেন এমন করলেন মা?
৯ বছরের নাবালিকাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 16, 2025 | 12:17 AM

গঙ্গারামপুর: বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার কারণেই এমন ঘটনা ঘটিয়েছেন মা। ঘটনার খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ঘটনায় অভিযুক্ত মা রিম্পা বিবিকে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

মৃতের নাম আফরিন পারভিন। বয়স ৯ বছর। বাবা আবদুল আজিজ। পেশায় তিনি রাজমিস্ত্রি। বাড়িতে স্ত্রী ও এক মেয়ে ও এক ছেলে নিয়ে বসবাস আবদুল আজিজের। অভিযোগ, রবিবার সকালে প্রতিদিনের মতো রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন আব্দুল আজিজ। অভিযোগ, দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে নয় বছরের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেন তার মা। ঘটনা জানাজানি হতেই ওই গ্রামে শোরগোল পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। আফরিন পারভিনের মৃতদেহ উদ্ধার করে। অভিযুক্ত মাকে গ্রেফতার করা হয়েছে। এমন ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে যান গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন আব্দুল আজিজ। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার মেয়ে কানে একটু কম শোনে। সকালে দেরি করে ঘুম থেকে উঠত। আমি সকালে কাজে যাওয়ার জন্য মেয়েকে বলি, আমি কাজে যাচ্ছি। মেয়ে আমাকে ইশারায় বলে ঠিক আছে। মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারব না।” তবে তাঁর স্ত্রী মেয়েকে খুন করেছেন কি না, তা জানেন না বলে জানালেন তিনি।