Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Extra Marital Affair: স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত, জেনে ফেলায় খুন স্বামী!

বছর তিনেক আগে গঙ্গারামপুরের মোক্তারামপুরে বিয়ে করেন অভিজিৎ। অভিযোগ, বিয়ের পর থেকে অভিজিৎকে নিয়ে নিজের বাপের বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী। এমনকি বাবা মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে দিতেন না।

Extra Marital Affair: স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত, জেনে ফেলায় খুন স্বামী!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 7:13 AM

বালুরঘাট: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিল স্বামী। তাই পথের কাঁটা স্বামীকে খুন করে রাস্তা থেকে সরানোর অভিযোগ উঠল স্ত্রী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ইটভাটার পাশে মাঠ থেকে উদ্ধার হল স্বামীর ক্ষতবিক্ষত দেহ। পরিবারের অভিযোগ তাদের ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। শনিবার রাতে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জয়পুরে৷ মৃত যুবকের নাম অভিজিৎ মণ্ডল (২৪)। এদিকে পুলিশ দেহটি উদ্ধার করে রবিবার দুপুরে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এ নিয়ে গঙ্গারামপুর থানার দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা৷ পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, অভিজিৎ পেশায় মেকানিক। মহারাজপুরে তাঁর নিজের গ্যারেজ রয়েছে। বছর তিনেক আগে গঙ্গারামপুরের মোক্তারামপুরে বিয়ে করেন অভিজিৎ। অভিযোগ, বিয়ের পর থেকে অভিজিৎকে নিয়ে নিজের বাপের বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী। এমনকি বাবা মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে দিতেন না। অভিজিতের বাবা-মা ছেলের সঙ্গে দেখা করতে চাইলে তাঁর স্ত্রী নানা ভাবে গালিগালাজ করতেন বলে অভিযোগ। এ দিকে অভিজিতের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন অভিজিৎ৷ তা নিয়ে দম্পত্তির মধ্যে বচসা লেগেই থাকত। রবিবার বিকেল হয়ে গেলেও বাড়ি ফেরেননি অভিজিৎ। এমনকি তাঁর খোঁজ খবর করেননি স্ত্রী বা তাঁর বাপের বাড়ি সদস্যরা। অবশেষে গতকাল রাতে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে অভিজিতের নিথর দেহ উদ্ধার হয়৷ তাঁর মাথায় আঘাতের চিহ্ন পরিষ্কার। এছাড়াও গোটা শরীর জুড়ে রয়েছে ক্ষতচিহ্ন। গঙ্গারামপুর থানা পুলিশ দেহ দুটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠিয়েছে। এনিয়ে রবিবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানায় অভিজিতের স্ত্রী সহ মোট চার জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবারের লোকেরা।

এ বিষয়ে মৃতের আত্মীয় ভোম্বল মণ্ডল বলেন, “অভিজিৎ তাঁর স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিল। সেই কারণেই অভিজিৎকে খুন করা হয়েছে। বিয়ের পর থেকেই অভিজিৎকে নানা হবে অত্যাচার করতেন তাঁর স্ত্রী। বিয়ের পর পরই তার স্ত্রী অভিজিৎকে নিয়ে চলে যায় তাঁর বাপের বাড়িতে। অভিজিৎকে তাঁর নিজের বাড়িতে আসতে দিত না। এই খুনের পেছনে স্ত্রীসহ শ্বশুরবাড়ির সকলে যুক্ত রয়েছে।” এ বিষয়ে মৃতের প্রতিবেশী রাজা চন্দ বলেন, “অভিজিৎকে খুন করা হয়েছে। গোটা শরীর জুড়ে ক্ষত চিহ্ন রয়েছে। এটা কখনই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। খুনের পিছনে তার স্ত্রী সহ তাঁর শ্বশুরবাড়ির লোকেদের হাত রয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।”

ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাটে। খুন না অন্যকিছু ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই জানানো যাবে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।