পতিরাম: দিনের বেলায় প্রকাশ্যেই ব্রিজ থেকে আত্রেয়ী নদীতে ঝাঁপ দিলেন যুবক। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে। এদিকে পতিরাম ব্রিজ থেকে আত্রেয়ী নদীতে যুবকের ঝাঁপ দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম থানার বিশাল পুলিশ বাহিনী ৷ পৌঁছয় জেলা প্রশাসনের ডুবরি দল সহ উদ্ধারকারীরা। আত্রেয়ী নদীতে বোট নামিয়ে শুরু হয় তল্লাশি৷ তবে ওই যুবকের কোনও খোঁজ মেলেনি৷ এ দিকে, নদীতে ঝাঁপ দেওয়া যুবকের নাম পরিচয় জানা যায়নি ৷ তবে স্থানীয় এক যুবক নিখোঁজ থাকায় তাদের পরিবার অনুমান করছে সেই হয়তো ঝাঁপ দিয়েছে। তবে ঝাঁপ দেওয়ার সময় কেউ না দেখায় যুবকের নাম পরিচয় জানা যায়নি ৷ যতক্ষণ না যুবককে উদ্ধার করা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুবককে নাম পরিচয় বলা মুশকিল বলেই পতিরাম থানার তরফ থেকে জানানো হয়েছে ৷
পরিবারের অনুমান, তাঁদের ছেলে নদীর জলে ঝাঁপ দিয়েছে তাঁর বয়স প্রায় ১৮ বছর। নাম বিট্টু সরকার। বেশ কয়েক বছর আগে ওই যুবকের বাবা মারা গিয়েছে। বর্তমানে তাঁর মায়ের সঙ্গে পতিরাম সাহাপাড়া এলাকায় থাকতেন ওই যুবক। এদিকে গতকাল গভীর রাতে বিট্টুর দাদু মারা যায়। বাড়ির অন্য লোকেরা শেষকৃত্যের জন্য শ্মশানের পথে রওনা হয়৷ পরে জানতে পারে ওই যুবক পতিরাম ব্রিজ থেকে আত্রেয়ী নদীতে ঝাঁপ দেয়। পরে পুলিশ ও উদ্ধারকারীরা এসে আত্রেয়ী নদীতে তল্লাশি শুরু করে। তবে ঝাঁপ দেওয়া যুবক বিট্টু না অন্য কেউ তা পরিস্কার নয় ৷
এদিকে পতিরাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আত্রেয়ী নদীতে ঝাঁপ দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তাঁরা। পরে উদ্ধারকারী দল এসে আত্রেয়ী নদীতে তল্লাশি শুরু করে। তবে এখনও পর্যন্ত ঝাঁপ দেওয়া যুবকের কোনও খোঁজ মেলেনি। এমনকী তাঁর নাম পরিচয়ও জানা যায়নি। কারণ ঝাঁপ দেওয়ার বিষয়টি নজরে আসেনি কারোর।