শিলিগুড়ি: স্কুল শিক্ষককে ছুরি মারার ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ওই দুই ব্যবসায়ী শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। শাসক দল ঘনিষ্ঠ বলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হল অভিযুক্তদের।
শিলিগুড়ির হাকিমপাড়ার ঘটনা। বাইক জোরে চালানোর প্রতিবাদ করায় গত ১১ নভেম্বর স্কুল শিক্ষক সৈকত সরকারকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে শিলিগুড়ির দুই ব্যবসায়ী সৌম্যদীপ সাহা ও সুরজিৎ সাহার বিরুদ্ধে। এরা দুজনেই ডেপুটি মেয়র রঞ্জন সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর নড়েচড়ে বসে পুলিশ।
এই ঘটনার পর তৃণমূল নেতাদের অনুগামীদের দাদাগিরি নিয়ে সরব হয়েছিল বিজেপি। বিধায়ক শঙ্কর ঘোষের দাবি ছিল, তৃণমূল ক্ষমতায় আসার পরেই শিলিগুড়িতে গুন্ডারাজ বাড়ছে। নেতাদের ঘনিষ্ঠরাই শহর দাপিয়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। সৈকতকে আক্রমণের আগেও ওই ওয়ার্ডেই এক হোটেলে হামলা চালানোর অভিযোগ ওঠে ডেপুটি মেয়রের অন্য দুই অনুগামীর বিরুদ্ধে। সেই ঘটনাতেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। যদিও আজ ডেপুটি মেয়র রঞ্জন সরকারের দাবি, অনুগামী বা ঘনিষ্ঠ কেউ যদি আইন ভঙ্গ করেন, পুলিশ তাঁদের সাজা দেবে৷ এক্ষেত্রে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। কাউকে আশ্রয় দেওয়ার কোনও প্রশ্ন নেই বলে মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে সৌম্যদীপ সাহা ও সুরজিৎ সাহা নামে দুই যুবক প্রচণ্ড গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। তা দেখে প্রতিবাদ করেন পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সৈকত সরকার। অভিযোগ, তখনই তাঁর ওপর চড়াও হন দুই যুবক। প্রথমে বেধড়ক মারধর করা হয়। এরপর আচমকা ছুরিও চালানো হয়। চেঁচামেচি শুনে ততক্ষণে ঘটনাস্থলে জড় হয়ে যান এলাকার বাসিন্দারা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে হাসাপাতালে নিয়ে যান।