Doctor’s Hunger Strike: উত্তরবঙ্গ মেডিক্যালের অনশনের ৭২ ঘন্টা পার, গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Oct 09, 2024 | 12:30 PM

Doctor’s Hunger Strike: উৎসবের আবহেও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতাতেও চলছে অনশন। অবস্থান ধর্মতলায়। রোজই যোগ দিচ্ছেন নাগরিক মহলের বড় অংশ। ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়াতে ইতিমধ্যেই আরজি করের ৫০ জন চিকিৎসক একদিন আগেই গণ ইস্তফা দেন।

Doctor’s Hunger Strike: উত্তরবঙ্গ মেডিক্যালের অনশনের ৭২ ঘন্টা পার, গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের
বাড়ছে আন্দোলনের ঝাঁঝ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যালের অনশনের ৭২ ঘন্টা পার। বৃষ্টির জেরে মঞ্চ বদল করে এবার অধ্যক্ষের চেম্বারের বাইরে চলছে অনশন। এদিন সকাল থেকেই গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের। অনশনকারীদের সঙ্গে দেখা করলেন গণতান্ত্রিক মহিলা সমিতি (সিপিএমের মহিলা সমিতি) নেতৃত্ব। তাঁদের দাবি মানুষ পরিচয়ে এসেছি। সহমর্মিতা জানাচ্ছি।

অন্যদিকে গণ ইস্তফার জেরে জরুরি বৈঠকে মেডিক্যাল প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে বৈঠক। গণ ইস্তফা দিয়ে চিকিৎসকদের দাবি, হাজিরা খাতায় সই করব না। কাজ করে যাব। ছাত্রদের দাবিতে সম্মতি জানিয়ে ইস্তফা দিলাম। 

প্রসঙ্গত, উৎসবের আবহেও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতাতেও চলছে অনশন। অবস্থান ধর্মতলায়। রোজই যোগ দিচ্ছেন নাগরিক মহলের বড় অংশ। ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়াতে ইতিমধ্যেই আরজি করের ৫০ জন চিকিৎসক একদিন আগেই গণ ইস্তফা দেন। যা নিয়ে চাপানউতোর চলছেই। অন্যদিকে কলকাতার আন্দোলনের ঝাঁঝে আরও সিক্ত হচ্ছেন উত্তরের চিকিৎসকেরাও। শেষ পর্যন্ত সরকারের তরফে কী পদক্ষেপ করা হয় এখন সেদিকে নজর গোটা রাজ্যের। এরইমধ্যে আরজি কর কেসে প্রথম চার্জশিট জমা করেছে সিবিআই। যেখানে আবার কলকাতা পুলিশের হাতে প্রথম ধৃত সিভিককেই মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। কিন্তু এ কাজ যে শুধু তাঁর একার তা এখনও মানতে পারছেন না আন্দোলনকারী চিকিৎসকদের একটা বড় অংশ। 

Next Article