e Amit Shah: 'রাম যখন রামসেতু বানিয়ে লঙ্কায় ঢুকেছিলেন, তখন রাবণ হেসেছিল', মমতাকে কী বোঝাতে চাইলেন শাহ - Bengali News | Amit Shah Attack Mamata banerjee on Election issue | TV9 Bangla News

Amit Shah: ‘রাম যখন রামসেতু বানিয়ে লঙ্কায় ঢুকেছিলেন, তখন রাবণ হেসেছিল’, মমতাকে কী বোঝাতে চাইলেন শাহ

BJP: এরপর তিনি পূর্বের বিজেপির ফলাফল প্রকাশ্যে এনে বলেন, "২০১৬-তে ১০ শতাংশ ভোট তিনটে পেয়েছিলাম। ২০২১ এ  ৭০ সিটে পেয়েছিলাম। শুভেন্দু বিরোধী দলনেতা হলেন। বামেরা শূন্য। আমাদের ৪৬ শতাংশ দরকার। এটা উত্তরবঙ্গ করে দেবে। এখানে ২৮ সিট আছে। এখানে এই ২৮টাই পেতে হবে। শুভেন্দু বিমানে বলেছিলেন কিছু কিছু জায়গায় সমস্যা আছে। তবে আমি আশ্বাস দিয়েছি এই সিটটাও বিজেপি জিতবে।"

Amit Shah: রাম যখন রামসেতু বানিয়ে লঙ্কায় ঢুকেছিলেন, তখন রাবণ হেসেছিল, মমতাকে কী বোঝাতে চাইলেন শাহ
অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

Jan 31, 2026 | 8:46 PM

শিলিগুড়ি: বাংলার মসনদ দখল করবে কে? আত্মবিশ্বাসী সকলে। তৃণমূল বলছে, আমি! বিজেপি বলছে, সে। তবে এক ইঞ্চি জমিও কেউ ছাড়বে না হাবেভাবে সে কথা বোঝাচ্ছে সব রাজনৈতিক দলের নেতারা। আর এবার ছাব্বিশের ভোটে বিজেপিকে আনার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই রামায়ণের প্রসঙ্গ তুলে বুঝিয়ে দিলেন বিজেপিকে রোখা অতটাও সোজা নয়।

এ দিন, অমিত শাহ বলেন, “রাম যখন রামসেতু বানিয়ে লঙ্কায় ঢুকেছিলেন, সেই সময় রাবণ হেসেছিল। ধীরে ধীরে সোনার লঙ্কা শেষ হয়েছে।” এরপর তিনি পূর্বের বিজেপির ফলাফল প্রকাশ্যে এনে বলেন, “২০১৬-তে ১০ শতাংশ ভোট তিনটে পেয়েছিলাম। ২০২১ এ  ৭০ সিটে পেয়েছিলাম। শুভেন্দু বিরোধী দলনেতা হলেন। বামেরা শূন্য। আমাদের ৪৬ শতাংশ দরকার। এটা উত্তরবঙ্গ করে দেবে। এখানে ২৮ সিট আছে। এখানে এই ২৮টাই পেতে হবে। শুভেন্দু বিমানে বলেছিলেন কিছু কিছু জায়গায় সমস্যা আছে। তবে আমি আশ্বাস দিয়েছি এই সিটটাও বিজেপি জিতবে।”

অমিত শাহ এদিন এও বলেন, “তৃণমূলকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। শুধু হারালেই চলবে না। ২০২৬ এর বছর বাংলায় পরিবর্তন আসবে। ২০১৪ সালে ত্রিপুরায় বামেরা ছিল, আধা ভোট পেয়েছিলাম। পরের নির্বাচনে ওদের হটিয়ে বিজেপি এসেছিল। অসমেও তাই হয়েছে।” অমিত শাহ বলেন, “একুশ রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও নরেন্দ্র মোদী সন্তুষ্ট নন। ওঁর মুখে হাসি সেইদিন আসবে যেদিন বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার স্বপ্নের সোনার বাংলা বানাবে। আজ থেকে কাউন্টিং পর্যন্ত ঘুমোবেন না। প্রতিটা মুহূর্ত দলকে দিন।