Bagdogra Airport: ফের খুলল বাগডোগরা বিমানবন্দর, স্বাভাবিক হল বিমান চলাচল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 15, 2022 | 5:39 PM

Darjeeling: যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় বিমানবন্দর সংস্কারের কাজ। বর্তমানে গোটা এলাকাই সংস্কারের চেষ্টা করা হচ্ছে।

Bagdogra Airport: ফের খুলল বাগডোগরা বিমানবন্দর, স্বাভাবিক হল বিমান চলাচল
বাগডোগরা বিমানবন্দর (নিজস্ব ছবি)

Follow Us

শিলিগুড়ি: রানওয়ে বসে যাওয়ায় সাময়িক বন্ধ ছিল বাগডোগরা বিমানবন্দর। তবে, দিনভর সংস্কারের কাজ চলার পর বিমান চলাচল স্বাভাবিক হয়। বিকেল পাঁচটা থেকে আবারও শুরু হয়েছে বিমান পরিষেবা।

মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে কাজ করা শুরু হয়েছিল বিমানবন্দরে। তবে সকাল সাড়ে ন’টা নাগাদ লক্ষ্য করা যায় যে বিমানের টাচ ডাউন পয়েন্ট অর্থাৎ বিমান নেমে আসার সময় ঠিক যে এলাকায় তার চাকা মাটি স্পর্শ করে সেই এলাকার বিস্তির্ণ অংশ প্রায় বসে গিয়েছে। এরপর তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। বাতিল করে দেওয়া হয় একের পর এক বিমান। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় বিমানবন্দর সংস্কারের কাজ। গোটা এলাকাই সংস্কারের চেষ্টা করা হয়।

এদিকে, এই পরিস্থিতিতে আজ বিকেল ৪টে নাগাদ জরুরি বৈঠকের ডাক দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের খবর, যদি দ্রুত বিমানবন্দর সংস্কার করা না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা থেকেই যায়। কারণ যে এলাকার মাটি বসে গিয়েছে সেই এলাকায় যদি ঝুঁকি নিয়ে বিমান নামানো হয় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে।

বস্তুত, পূর্বেই নির্ধারন করা হয়েছিল যে রানওয়ে সংস্কারের জন্য ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। কিন্তু তার আগেই হঠাৎ করে এই বিপত্তি বাধে। এদিকে, একের পর এক বিমান বাতিলের জেরে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। কারোর-কারোর গন্তব্যস্থানে পৌঁছতেই দেরি হয়ে যায়। পাশাপাশি বিকল্প উপায় না থাকার কারণে চিন্তায় পড়ে যান তাঁরা। পরে বিকেল পাঁচটার পর ফের চালু হয় পরিষেবা।

আরও পড়ুন: Basirhat Women Harassment: প্রতি রাতে একা মহিলার বাড়িতে ঢুকতেন বিএসএফ জওয়ান, জানাজানি হতেই রহস্য ফাঁস

আরও পড়ুন: Bangaon Crime: চায়ের আড্ডায় বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়া শুনে ফেলেছিলেন, রাগের মাথায় স্বামী যা করলেন কেউ কল্পনা করেননি

Next Article
Holi Dhamaka: হোলির ধামাকা অফার! ১০ টাকার লটারি জিতলেই জোড়া খাসি, বিলিতি মদ সঙ্গে…
Governor On The Kashmir Files: ‘ওই সময় মন্ত্রিসভায় ছিলাম..সব দেখেছি’, সবাইকে ‘কাশ্মীর ফাইলস’ দেখার পরামর্শ ধনখড়ের