Jagdeep Dhankhar : উত্তপ্ত রামপুরহাট, এরই মাঝে আগামিকাল উত্তরবঙ্গ থেকে কলকাতায় একদিনের জন্য ফিরছেন জগদীপ ধনখড়

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 22, 2022 | 11:52 PM

Jagdeep Dhankhar : আগামিকাল দার্জিলিং থেকে কলকাতায় ফিরছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিনের রামপুরহাট 'হত্য়াকাণ্ডের' কারণেই কলকাতায় ফিরে আসা।

Jagdeep Dhankhar : উত্তপ্ত রামপুরহাট, এরই মাঝে আগামিকাল উত্তরবঙ্গ থেকে কলকাতায় একদিনের জন্য ফিরছেন জগদীপ ধনখড়
ফাইল ছবি

Follow Us

শিলিগুড়ি ও কলকাতা : আগামিকাল দার্জিলিং থেকে কলকাতায় ফিরছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিনের রামপুরহাট ‘হত্য়াকাণ্ডের’ কারণেই কলকাতায় ফিরে আসা। তিনি গত ১৬ মার্চ উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। এর মধ্যে ফিরে আসার কোনও পরিকল্পনা না থাকলেও রামপুরের ঘটনায় ফিরতে হচ্ছে তাঁকে। তিনি একদিনের জন্যই কলকাতায় ফিরছেন বলে জানা গিয়েছে। পরশু ফের শিলিগুড়ি চলে আসবেন। শিলিগুড়িতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দুপুরে আবার দিল্লি যাবেন তিনি।

তিনি বেলা ১১ টা নাগাদ দার্জিলিংয়ের রাজভবন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন। প্রসঙ্গত, এদিনের রামপুরহাট ‘হত্যাকান্ড’ নিয়ে উত্তাল রাজ্য। এই ঘটনার প্রতিবাদে সুর চড়িয়েছেন বিরোধীরা। এদিন রাজ্য়পাল বগটুইয়ের ঘটনাকে ভয়ঙ্কর বলে ব্যাখ্যা করেছেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুলেছেন প্রশ্ন। মঙ্গলবার ঘটনা প্রকাশ্যে আসার পরই টুইটে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন রাজ্যপাল। সেখানে তিনি দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গে কোনও আইনের শাসন নেই। সন্ত্রাসের সংস্কৃতি চলছে বলেও রাজ্য সরকারের সমালোচনা করেছেন জগদীপ ধনখড়। প্রশাসনের ভূমিকা নিয়ে আগেও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। আর এবার রামপুরহাটের ঘটনায় ফের একবার সরব হয়েছেন তিনি। তাঁর দাবি, পুলিশ যাতে নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সঙ্গে এই ঘটনার তদন্ত করে।

সোমবার বীরভূমের রামপুরহাটে খুন উপপ্রধান ভাদু শেখ। আর সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এই অগ্নিসংযোগ করা হয় বলে প্রাথমিক অনুমান। আগুনে ঝলসে গিয়েছে অন্তত আটটি দেহ। ঘটনার তদন্ত করছে সিট। ইতিমধ্যেই আতঙ্কে গ্রাম ছেড়েছেন ভাদু শেখের পরিবার সহ বহু গ্রামবাসী।

আরও পড়ুন : Bagtui Massacre: বুধবার রামপুরহাট যাচ্ছেন শুভেন্দু, দিল্লি থেকে রওনা দিয়েছেন অর্জুনও! রাজ্যের উপর চাপ বাড়াতে তৈরি বঙ্গ বিজেপি

Next Article