
শিলিগুড়ি: এসআইআর পর্বে রাজ্যের নানা প্রান্ত থেকেই একাধিক বিএলও-র মৃত্যুর খবর এসেছে। অনেকেই অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতাল। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর কম হয়নি। এবার চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে। তিস্তায় ঝাঁপ দিলেন বিএলও। শিলিগুড়ির ১নং ওয়ার্ডের বাসিন্দা শ্রবণ কুমার কাহার। পেশায় প্রাথমিক শিক্ষক। এবারের এসআইআর পর্বে তাঁর কাঁধেও উঠেছিল বিএলও-র দায়িত্ব। কিন্তু এসআইআর-এর মাঝেই যে তিনি এই কাণ্ড করে বসবেন তা ভাবতে পারছেন না পরিবারের সদস্যরা।
অভিযোগ, অতিরিক্ত কাজের চাপের ফলেই এদিন সেবকের মংপুতে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহননের পথ বেছে নেন। তাঁর নিথর দেহ ইতিমধ্যেই শিলিগুড়িতে ফিরিয়ে আনা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলেও চাপানউতোর।
এদিকে রাজ্যে চলা এসআইআর-এর জেরে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, এই অভিযোগ লাগাতার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছে রাজ্যের শাসকদল। সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তো রয়েছে, সঙ্গে একের পর এক বিএলও-র মৃত্যুর অভিযোগেও কমিশনের বিরুদ্ধে তোপের পর তোপ দেগে চলেছেন তৃণমূল নেতারা। সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমোও। এরইমধ্যে ফেব্রুয়ারির শুরুতে দিল্লিতে উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কমিশনের সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে। সেখানে ফের এই বিএলও-দের প্রসঙ্গ ওঠে কিনা সেটা দেখার। এই কর্মসূচিতে এসআইএর আবহে মৃত পরিবারের সদস্যরা দিল্লি রওনা হচ্ছেন। এদিনই কলকাতা এয়ারপোর্ট থেকে এরকম ৩৬টি পরিবার দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলে জানা গিয়েছে। রাত ১টা ৩৫ মিনিটে রয়েছে ফ্লাইট।