পৃথক রাষ্ট্রের দাবি করা কেএলও-র সক্রিয়তার কোনও খবর নেই! দাবি বিএসএফের

KLO: পৃথক রাষ্ট্রের দাবি করে বারংবার একাধিক ভিডিয়ো বার্তা পাঠাচ্ছে কেএলও। কখনও জীবন সিং, কখনও বা অন্য কেএলও নেতা নানা ভিডিয়ো বার্তায় আলাদা রাজ্য বা পৃথক রাষ্ট্রর দাবি জানাচ্ছেন। তাঁদের দাবি, রাজবংশি-কামতাপুরিদের স্বাধীনতা এখনও লাভ হয়নি। জঙ্গলের গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তা প্রকাশ করে দাবি করে ফের হইচই ফেলে দিয়েছে।

পৃথক রাষ্ট্রের দাবি করা কেএলও-র সক্রিয়তার কোনও খবর নেই! দাবি বিএসএফের
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2021 | 11:22 PM

দার্জিলিঙ: পৃথক রাষ্ট্রের দাবি করে বারংবার একাধিক ভিডিয়ো বার্তা পাঠাচ্ছে কেএলও (KLO)। কখনও জীবন সিং, কখনও বা অন্য কেএলও নেতা নানা ভিডিয়ো বার্তায় আলাদা রাজ্য বা পৃথক রাষ্ট্রর দাবি জানাচ্ছেন। তাঁদের দাবি, রাজবংশি-কামতাপুরিদের স্বাধীনতা এখনও লাভ হয়নি। জঙ্গলের গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তা প্রকাশ করে দাবি করে ফের হইচই ফেলে দিয়েছে। কেএলও নেতা জীবন সিংহ এতে নতুন করে উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ রাজ্য সরকারের। যদিও সীমান্তে এই মুহূর্তে কেএলও (Kamtapur Liberation Organisation) এর কোনও সক্রিয়তা নেই বলেই দাবি করল জানাল বিএসএফ (BSF)।

শুক্রবার শিলিগুড়িতে বিএসএফের আইজি রবি গান্ধী (Ravi Gandhi) জানান, সীমান্তে কেএলও তৎপরতার কোনও খবর নেই। বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখেই বাংলাদেশ সীমান্তে নজরদারি চালাচ্ছে বিএসএফ। কিন্তু সেখানে কেএলও তৎপরতা চোখে পড়েনি বলে দাবি করলেন বিএসএফ-এর আইজি।

উল্লেখ্য, উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে আন্দোলন হলে তা কীভাবে সামাল দেওয়া যাবে তাই নিয়ে যখন জেলার পুলিশ কর্তারা বৈঠকে বসছেন, সেই সময় নতুন করে মাথাচাড়া দিয়েছে কেএলও। বিচ্ছিন্নতাবাদী কামতাপুর আন্দোলনের ডাক দিয়ে নব্বইয়ের দশকে উত্তরবঙ্গকে অশান্ত করার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছিল, সেই  জীবন সিং এবার আর পৃথক রাজ্য নয়, পৃথক রাষ্ট্রের দাবি তুলেছেন।

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে কেএলও নেতা জীবন সিংয়ের হুমকি ভিডিয়ো। তার পর সম্প্রতি কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এবং প্রাক্তন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনকে হুমকি চিঠিও দেন কেএলও সুপ্রিমো জীবন সিং। সেই হুমকি চিঠিতে জাতির হয়ে কথা না বললে কড়া শাস্তির নিদান দিয়েছেন জীবন। তার পর ভারতীয় নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে সরাসরি সশস্ত্র বিপ্লবের ঘোষণা করেছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও। ‘সোনার কামতাপুর’ নামক একটি পোর্টালে একটি ভিডিয়ো পোস্ট করে কেএলও-র তরফ থেকে ভারতীয় সেনাবাহিনী, সিআইএসএফ, অসম রাইফেলস এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব ঘোষণা করা হয়।

আলাদা রাজ্য নিয়ে ইতিমধ্যেই কেপিপি সহ কয়েকটি দল আলাদা বৈঠকও করেছে। তাই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ছেড়ে অতীতে যারা মূলস্রোতে ফিরেছেন সেইসব কেএলও জঙ্গিদের দেওয়া প্রতিশ্রুতি পালন করা হয়েছে কিনা তা নিয়েও আলোচনা হয় বৈঠকে বলে সূত্রের খবর। সম্প্রতি কেএলও চিফ জীবন সিংহের একাধিক ভিডিও বার্তাও সামনে এসেছে।  জীবন সিংয়ের এই ধরনের চিঠির পরেই নড়েচড়ে বসে রাজ্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহল। উত্তরবঙ্গে শান্তি অটুট রাখার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও।

এখানকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি রয়েছে তা নিয়ে বিশদে আলোচনা করেছেন জেলার পুলিশ কর্তারা। কেএলও ফের মাথাচাড়া দিলে কীভাবে তার মোকাবিলা করা হবে তা নিয়েও আলোচনা হয়। এই পরিপ্রেক্ষিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের দাবি, কেএলও-র সক্রিয়তার কোনও খবর নেই। আরও পড়ুন: কম খরচে যাঁরা মদ পান করেন, তাঁদের জন্য দুঃসংবাদ!