TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী
Dec 29, 2021 | 12:02 PM
দার্জিলিং এর টাইগার হিল সংলগ্ন এলাকায় তুষারপাত। সাদা আস্তরণে ঢুকে গেল পাহাড় -পাহাড়ি রাস্তা।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এই সময় দার্জিলিংয়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে। ফলে তুষারপাত হচ্ছে টাইগার হিলে।
গত দুদিন ধরেই তুষারপাত হচ্ছিল দার্জিলিঙের সান্দাকফু ও সিকিমের ছাঙ্গুতে। এবার টাইগার হিলে সেই মনোরম দৃশ্য। মনোরম পরিবেশে স্থানীয়দের পাশাপাশি ঘুরতে যাওয়া পর্যটকরা উপভোগ করছেন। বুধবার সকালে সাদা তুষারের চাদরে ঢেকে গিয়েছে পাহাড়ি এলাকা।
গোটা উত্তরবঙ্গেই পরিস্থিতি আলাদা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে। মাঝে মধ্যেই ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে।
প্রবল কনকনে ঠান্ডা হাওয়া। জুবুথুবু অবস্থা রায়গঞ্জ। বেলা বাড়লেও রোদের দেখা নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা তাপমাত্রা রয়েছে ১৬.০ ডিগ্রি সেলসিয়াস।
শীতের সকালে ঝিরিঝিরি বৃষ্টি। তাপমাত্রা পারদ নামল অনেকটাই নীচে। ঠান্ডায় জবুথুবু অবস্থা ধুপগুড়ি শহরবাসীর। ভোরবেলা থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা ধূপগুড়ি সহহ ডুয়ার্স। সকাল হতেই কুয়াশা কিছুটা কাটতেই কালো মেঘে ঢাকে আকাশ।
আবহাওয়ার দফতরের পূর্বাভাস ছিল আগেই। সেই মতো শিলিগুড়ি শহরের ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে ঝড়ো হাওয়া ও ঝিরঝিরি বৃষ্টি। কালো মেঘে আচ্ছন্ন গোটা আকাশ।