Darjeeling: বড় দিনের আগে বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিজ বার, পর্যটকদের মাথায় হাত

মালিক অজয় এডওয়ার্ডের বক্তব্য, গোর্খাল্যান্ড সেতু বানিয়েছি। সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসায় এই ঘটনা ঘটানো হয়েছে। তবে পুলিশের দাবি, আবগারি নিয়ম লঙ্ঘণ করা হয়েছে, এমনকী বারের লাইসেন্স রিনিউ হয়নি। তাই জন্য তিন মাসের জন্য বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দার্জিলিংয়ের ক্রাইম ব্রাঞ্চ। সবটাই রাজনৈতিক চক্রান্ত বলেছেন মালিক।

Darjeeling: বড় দিনের আগে বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিজ বার, পর্যটকদের মাথায় হাত
দার্জিলিংয়ে বন্ধ গ্লেনারিজ Image Credit source: Tv9 Bangla

Dec 09, 2025 | 8:26 PM

দার্জিলিং: শীত পড়েছে। আর এই সময়ই ভ্রমণ পিপাসু বাঙালি ঘুরতে যান উত্তরবঙ্গে। শীতের মরশুম মানেই পর্যটকদের অন্যতম ঘোরার জায়গা হল দার্জিলিং। আর এই দার্জিলিংয়েরই জনপ্রিয় নাইট ক্লাব গ্লেনারিজ বন্ধ হল মরশুমেই।বড়দিনের আগেই গ্লিনারিজের এই নাইট ক্লাব বন্ধ করে দিল পুলিশ। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, আবগারি নিয়ম অমান্য করার জন্যই নাইট ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে।

মালিক অজয় এডওয়ার্ডের বক্তব্য, গোর্খাল্যান্ড সেতু বানিয়েছি। সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসায় এই ঘটনা ঘটানো হয়েছে। তবে পুলিশের দাবি, আবগারি নিয়ম লঙ্ঘণ করা হয়েছে, এমনকী বারের লাইসেন্স রিনিউ হয়নি। তাই জন্য তিন মাসের জন্য বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দার্জিলিংয়ের ক্রাইম ব্রাঞ্চ। সবটাই রাজনৈতিক চক্রান্ত বলেছেন মালিক। তাঁর দাবি, এক বছর আগে কাগজ জমা দিলেও এখনও ছাড়পত্র মেলেনি বলছেন মালিক।

অজয় বলেন, “ওরা বলছে পানশালায় যেখানে গান হয় সেখানকার লাইসেন্স ভ্যালিড নয়। আমার ম্যানেজার আগেই জমা দিয়েছিল। আগের এসপি যিনি ছিলেন তিনি কিছু বলেননি। কিন্তু নতুন যিনি এসপি হয়ে এসেছেন উনি বন্ধ করতে বলেছেন।” এখানে উল্লেখ্য, গ্লেনারিজ-এর মালিক জিটিএর বিরোধী সভাসদ অজয় এডওয়ার্ড। বর্তমানে তিনি বাইরে রয়েছেন। তবে ভরা মরশুমে এভাবে জনপ্রিয় নাইট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে মন খারাপ পর্যটকদের।