Devastating fire in Siliguri : ধানবাদের ছায়া শিলিগুড়িতে, বিয়েবাড়ির অনুষ্ঠানের মাঝেই বিধ্বংসী আগুন বহুতলে

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Feb 07, 2023 | 5:15 PM

Devastating fire in Siliguri : খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। জোরকদমে শুরু হয় আগুন নেভানোর কাজ।

Devastating fire in Siliguri : ধানবাদের ছায়া শিলিগুড়িতে, বিয়েবাড়ির অনুষ্ঠানের মাঝেই বিধ্বংসী আগুন বহুতলে
ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়িতে

Follow Us

শিলিগুড়ি : শিলিগুড়িতে (Siliguri) বিয়েবাড়ির অনুষ্ঠানে (Wedding Ceremony) বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।  সূত্রের খবর, এদিন দুপুরে শিলিগুড়ি পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের প্রণামী মন্দির রোডে একটি বহু তলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে যে বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের মাঝেই আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। শুরুতে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। জোরকদমে শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে আগুনের ফুলকির দাপট এতটাই বেশি ছিল যে শুরুতে কাজ করতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। এদিকে দুদিন আগে একইরকম ঘটনা দেখতে পাওয়া গিয়েছিল ধানবাদে। সেখানেও বিয়ে বাড়ির অনুষ্ঠান চলাকালীন একটি বহুতলে আগুন লেগে গিয়েছিল। সূত্রের খবর, প্রথমে প্রদীপ থেকে ঘরের পর্দায় আগুন লেগেছিল। মুহূর্তেই তা ছড়িয়ে পড়েছিল বহুতলের অন্যত্র। ওই ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর মিলেছিল। এবার কার্যত ওই ঘটনারই প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল শিলিগুড়িতে। এ ঘটনায় স্বভাবতই ব্যাপক চাপানউতর শুরু হয়েছে গোটা জেলাতেই।

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র পারিষদ মানিক দে। তিনি বলেন, “আমি সবেমাত্র এখানে এল। আমি একটা মিটিংয়ে ছিলাম। মিটিং চলাকালী আমার মোবাইলে একটা ছবি আসে। ঘটনার কথা জানতে পারি। তারপরেই মিটিং বাতিল করে এখানে ছুটে আসি। কীভাবে আগুন লাগল এখনও জানা যায়নি। দমকল আগুন নেভাচ্ছে। ওরাই ভাল বলতে পারবে কেন আগুন লেগেছে। এখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল বলেও জানতে পেরেছি। তারমধ্যে এটা ঘটেছে। খুবই খারাপ লাগছে। তবে বাড়ির লোকেদের সঙ্গে আমার কথা হয়নি। ওরাও হয়তো বলতে পারবেন কেন আগুন লাগল। আমি কথা বলব।”

Next Article