শিলিগুড়ি: “দ্য কাশ্মীর ফাইলস’ সকলের দেখা উচিত। সঠিক ও সত্য এবং বহু অজানা ঘটনা তুলে আনতে চেয়েছে এই ছবিটি। সকলের উচিত সিনেমাটি একবার অন্তত দেখা।” বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীর ধনখড়। বুধবার বাগডোগরা বিমান বন্দরে পৌঁছে রাজ্যপাল বলেন, “আমি ওই সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলাম। কাশ্মীরেও গিয়েছিলাম। পরিস্থিতি দেখেছি। সঠিক ঘটনাই দেখানো হয়েছে সিনেমায়। সকলের দেখা উচিত। কী অবস্থায় কাশ্মীর ছিল, তা এই সিনেমার মাধ্যমে দেশবাসী জানতে পারবেন।”
প্রসঙ্গত, দ্য কাশ্মীর ফাইলস ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে খোদ প্রধানমন্ত্রীর গলায় এই সিনেমার প্রশংসা শোনা গিয়েছে। এরই মধ্যে বড় ঘোষণা করেছেন অসমের রাজ্য সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন যদি কোনও সরকারি কর্মী দ্য কাশ্মীর ফাইলস দেখতে চান, তাহলে সেই কর্মীকে অর্ধদিবস ছুটি দেওয়া হবে। এর জন্য আগাম আবেদন জানাতে হবে না।
মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ এটা আমি খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করছি। আমাদের সরকারি কর্মীরা দ্য কাশ্মীর ফাইলস দেখার জন্য অর্ধ-দিনের বিশেষ ছুটি পাবেন। তাদের শুধুমাত্র তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে এই বিষয়ে এবং পরের দিন টিকিট জমা দিতে হবে।’
এবার বাংলার রাজ্যপালের মুখেও শোনা গেল এই সিনেমার প্রশংসা। যদিও এই সিনেমা নিয়ে বিতর্কেরও শেষ নেই। বিরোধীরা এই সিনেমার প্রেক্ষাপট নিয়ে সুর চড়িয়েছেন। বাগডোগরায় দাঁড়িয়ে রাজ্যপাল মুখ খোলেন রাজ্যের দুই কাউন্সিলরের খুনের বিষয়েও। রাজ্যপাল বলেন, “পাঁচ রাজ্যে ভোট হলেও কোথাও খুনখারাপি হয়নি। এ রাজ্যের মানুষ চায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকুক। বিভিন্ন রাজনৈতিক দল আমার কাছে এসব নিয়ে সবিস্তারে জানিয়েছে। আমি চাই রাজ্যে আইনের শাসন থাকুক। এই রাজ্যে এত হিংসা কেন? মানুষ এই হিংসা চায় না।”