Siliguri Shootout: শিলিগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি জমি মাফিয়ার, IC অক্ষত থাকলেও গুরুতর জখম এক কর্মী

Dec 20, 2022 | 3:26 PM

Siliguri: তার ছোড়া প্রথম গুলিতে আহত হন পুলিশ কর্মী। এরপর দ্বিতীয় গুলিটি  প্রধাননগর থানার আইসি অনির্বাণ রায়কে লক্ষ্য চালালে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

Siliguri Shootout: শিলিগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি জমি মাফিয়ার, IC অক্ষত থাকলেও গুরুতর জখম এক কর্মী
আহত পুলিশকর্মী রবীন্দ্রনাথ সরকার (নিজস্ব চিত্র)

Follow Us

শিলিগুড়ি: শিলিগুড়িতে গুলিবিদ্ধ পুলিশকর্মী। জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশকর্মী রবীন্দ্রনাথ সরকার। পরপর তিন রাউন্ড গুলি চালায় রাজ পাণ্ডে নামে ওই দুষ্কৃতী। তার ছোড়া প্রথম গুলিতে আহত হন পুলিশ কর্মী। এরপর দ্বিতীয় গুলিটি  প্রধাননগর থানার আইসি অনির্বাণ রায়কে লক্ষ্য চালালে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। শেষ গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।

সোমবার জমি মাফিয়াদের বিরুদ্ধে শিলিগুড়িতে অভিযান চালাতে যায় পুলিশ। সেই সময় রাজ পাণ্ডে নামে ওই ব্যক্তি নিজেকে বিহারের ডেপুটি কালেক্টর পরিচয় দেন। এরপর পুলিশকে নিজের নীল বাতি লাগানো গাড়িও দেখান। পুলিশ সূত্রে খবর, একাধিকবার ওই এলাকায় রাজকে দেখা গিয়েছে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে ভূরি-ভূরি অভিযোগ।

এরপর গতকাল পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে বাধা দেয় সে। পরপর দু’টি গুলি চালায় অভিযুক্ত। একটি গুলিতে আহত হন পুলিশকর্মী রবীন্দ্রনাথ সরকার। অপর গুলিটি আইসি অনির্বাণ রায়কে লক্ষ্য করে চালান। তবে আইসি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে গুলিটি গিয়ে লাগে অভিযুক্তর  পায়ে। আপাতত, দু’জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Next Article