Indian Army: এবার BSF নয়, জলপাইগুড়িতে তিস্তার চরে ছুটে গেল সেনা, তুমুল হইচই সেখানে

Indian Army: জানা গিয়েছে, সোমবার সকালে ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত লাগয়া একটি ট্রাক পার্কিংয়ের জায়গায় মর্টার সেল দেখতে পায় স্থানীয় গাড়ি চালকরা। কার্যত আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়।

Indian Army: এবার BSF নয়, জলপাইগুড়িতে তিস্তার চরে ছুটে গেল সেনা, তুমুল হইচই সেখানে

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 18, 2025 | 5:14 PM

শিলিগুড়ি: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়েছে এ দেশেও। বিশেষ করে সীমান্ত এলাকাগুলিতে কড়া প্রহরায় রয়েছে বিএসএফ (BSF)। ক্রমাগত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখে চলেছেন তাঁরা। এই আবহের মধ্যেই এবার জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায় মর্টার সেল উদ্ধার করে তিস্তার চরে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী।

জানা গিয়েছে, সোমবার সকালে ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত লাগয়া একটি ট্রাক পার্কিংয়ের জায়গায় মর্টার সেল দেখতে পায় স্থানীয় গাড়ি চালকরা। কার্যত আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশকর্মীরা ঘটনাস্থলে এসে খবর দেন সেনাবাহিনীকে।

এরপর সোমবার দিনভর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিকে সেনা তখনও মর্টার সেলটিকে উদ্ধার করতে ব্যস্ত। তবে রাত হয়ে যাওয়ায় প্রশাসনের সিদ্ধান্ত নেন যে, জায়গাটিকে ঘিরে ফেলা হবে। সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে। এরপর মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় সেনাবাহিনীর বম্ব স্কোয়াড। এরপর তাঁরা সেলটিকে বালির বস্তার ভরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় তিস্তার চরে। সেখানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।

মনে করা হচ্ছে, এই মর্টারসেলটি তিস্তার ওদলা থেকে বালি পাথরের সঙ্গে চলে এসেছিল ফুলবাড়িতে।
এদিন মর্টার সেলটি উদ্ধার হওয়ায় সকলেই চিন্তামুক্ত হন এলাকার বাসিন্দারা।